Pathaan is going to be the highest grossing Hindi film: হিন্দি ছবির রেকর্ড ভেঙে দেবে পাঠান। তেমনই পূর্বাভাস দিলেন বিশেষজ্ঞরা।
1/6আজ অর্থাৎ ৩ মার্চই অন্য সব হিন্দি ছবির রেকর্ড ভেঙে দেবে ‘পাঠান’। তেমনই পূর্বাভাস দিচ্ছেন বলিউড ব্যবসার বিশেষজ্ঞরা। ষষ্ঠ সপ্তাহে পা দিয়েছে এই ছবি। আর তাতেই রেকর্ড ব্যবসার দিকে এগোচ্ছে শাহরুখ-দীপিকা-জনের ‘পাঠান’। (HT_PRINT)
2/6বলিউড-বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ শুক্রবার একটি টুইট করে বলেছেন, এই ছবি হিন্দি ছবির রেকর্ডের হিসাবে সবচেয়ে বেশি বাণিজ্য করতে চলেছে। সেই হিসাবে এটি পিছিয়ে দেবে ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণকে। এখনও পর্যন্ত হিন্দি ছবির ব্যবসার হিসাবে প্রথম চারটি ছবি কী কী। সেটিও দেখে নিন। (HT_PRINT)
3/6দঙ্গল: এখনও পর্যন্ত ব্যবসার নিরিখে প্রথম চার হিন্দি ছবির তালিকার চার নম্বরে রয়েছে আমির খানের এই ছবি। ২০১৬ সালে মুক্তি ছবিটি বিপুল ব্যবসা করেছিল দেশে এবং বিদেশে। (HT_PRINT)
4/6কেজিএফ ২: দক্ষিণী ছবির হিন্দি সংস্করণও বিরাট ব্যবসা করেছিল। ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিটি যশকেও সারা ভারতের অন্যতম জনপ্রিয় তারকা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। (HT_PRINT)
5/6বাহুবলী ২: এই সুপারহিট ছবির হিন্দি সংস্করণও বিরাট জনপ্রিয় হয়। এত দিন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি সিনেমার রেকর্ডও ছিল এই ছবির পকেটে। এবার সেটিই চলে যেতে বসেছে ‘পাঠান’-এর কাছে। (HT_PRINT)
6/6পাঠান: সব হিসাব ঠিকঠাক চললে এই শুক্রবারই অন্য সব হিন্দি ছবিকে ব্যবসার নিরিখে পিছনে ফেলে দেবে শাহরুখ খানের এই সিনেমা। এখন পুরোটাই অপেক্ষার পালা। সপ্তাহান্তেই পরিষ্কার হয়ে যাবে ছবি। (HT_PRINT)