স্বামী জেনে গুডেনাফের সঙ্গে হিমাচল প্রদেশে রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। ধর্মশালায় গিয়ে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেছেন তাঁরা। বৌদ্ধ ধর্মগুরুর সঙ্গে সময় কাটাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলিউডের ডিম্পল গার্ল।
1/5স্বামী জেনে গুজেনাফের সঙ্গে ধর্মশালায় গিয়ে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে দেখা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। নেটমাধ্যমের পাতায় সেই ছবি শেয়ার করেছেন প্রীতি। ছবিগুলির একটি সিরিজ পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে তাঁদের কথোপকখন করতে এবং হাসিমুখে দেখা গিয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/5ছবিগুলি শেয়ার করে ক্য়াপশনে প্রীতি লিখেছেন, ‘আইপিএল যেভাবে শেষ হল তা আমি কখনই আশা করিনি। কিন্তু ধর্মশালায় যেভাবে দলাই লামার সঙ্গে যে পবিত্রতা নিয়ে দেখা হল তা আশা করেছিলাম। তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে কৃতজ্ঞ। তিনি আমাদের সঙ্গে হাসি এবং জ্ঞানের মুক্তো ভাগ করেছেন’।
3/5সাক্ষাতের সময় প্রীতি একটি কালো পোশাক এবং স্যান্ডেল পরেছিলেন। জেনে ধূসর রঙের টি-শার্ট, ডেনিম জিনস এবং স্নিকার্স পরেছেন।
4/5বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু দলাই লামা, তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী। ১৩৯১ সালে প্রথম দালাই লামার জন্মের পর থেকে এখনও অবধি ১৪ জন এই দলাই লামা এসেছেন৷ তেনজিন গিয়াৎসো দলাই লামা হলেন তিব্বত রাষ্ট্রের ১৪ তম বৌদ্ধ ধর্মগুরু। তিব্বতি বিশ্বাস অইনুসারে,স দলাই লামা করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অবতার। তিব্বতের লাসা শহরে অবস্থিত পোতালা প্রাসাদে দলাই লামার বাসভবন।
5/5রবিবার গুজরাটের কাছে হেরে আইপিএল ২০২৩-এর মরসুম থেকে ছিটকে গিয়েছে আরসিবি। এই দলের সহ-মালিকানায় রয়েছেন অভিনেেত্রী প্রীতি জিন্টা। টিম খেলার থেকে বেরিয়ে যাওয়ার পরই বৌদ্ধ ধর্মগুরুর সঙ্গে দেখা করতে গিয়ে ছবি পোস্ট করেন প্রীতি।