‘লাভ এগেইন’ ছবির প্রিমিয়ার শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। পরিবারের সঙ্গে নিজের নিউ ইয়র্কের রেস্তরাঁ ‘সোনা’য় জমিয়ে পার্টি করলেন অভিনেত্রী। মা মধু চোপড়া, স্বামী নিক জোনাস, শাশুড়ি ডেনিস জোনাসের কেভিন জোনাস এবং তাঁর স্ত্রী ড্যানিয়েল জোনাস সঙ্গে ছবি শেয়ার করেছেন।
1/5‘সিটাডেল’-এর প্রোমোশন শেষ করতে না করতেই ‘মেট গালা ২০২৩’-এর রেড কার্পেটে দেখা মেলে গ্লোবাল আইকনের। এরপরই নতুন ছবি ‘লাভ এগেইন’-এর প্রোমশনে কোমর বেঁধে নেমে পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। এসবের ফাঁকে পরিবারকে সময় দিতে ভোলেননি নিক ঘরণী। (ছবি ইনস্টাগ্রাম)
2/5৫ মে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘লাভ এগেইন’। বুধবার নিউইয়র্কে ছবিটির একটি প্রিমিয়ার ছিল। প্রিয়াঙ্কা, স্যাম এবং এমনকি অভিনেত্রীর স্বামী নিক জোনাসও উপস্থিত ছিলেন সেখানে। ছবির প্রিমিয়ার শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেল প্রিয়াঙ্কাকে।
3/5পরিবারের সঙ্গে নিজের নিউ ইয়র্কের রেস্তরাঁ ‘সোনা’য় জমিয়ে পার্টি করলেন অভিনেত্রী। মা মধু চোপড়া, স্বামী নিক জোনাস. ভাসুর এবং জায়ের সঙ্গে পার্টির অন্দর থেকে ছবি শেয়ার করেছেন। এ দিন প্রিয়াঙ্কাকে হালকা গোলাপি রঙের আউটফিটে দেখা মিলেছে।
4/5ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘পরিবার.. সমর্থন করতে আসা প্রত্যেককে আমি ভালোবাসি.. তোমাদের ছাড়া এটা কোনও ভাবেই সম্ভব নয়’।
5/5 এ দিন প্রিয়াঙ্কাকে হালকা গোলাপি রঙের আউটফিটে দেখা মিলেছে। দেশি গার্লের হাতে এখন পর পর কাজ। হলিউডের পাশাপাশি বলিউডের কাজও হাতে রয়েছে নায়িকার।