Priyanka Chopra: ব্যস্ত শিডিউল গ্লোবাল আইকনের। তুতো বোন পরিণীতির বাগদানের পরই এবার ইতালির ভেনিসে ‘বুলগেরি’র ইভেন্টে দেখা মিলল প্রিয়াঙ্কার। রেড কার্পেটে অফ সোল্ডার লাল ক্রপ টপ এবং মার্টি পর্যন্ত লুটিয়ে থাকা মার্মেড কার্টিং স্কার্টে ধরা দেন দেশি গার্ল।
1/5ভেনিসে বুলগেরি ইভেন্টে যোগ দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড এবং বলিউডের একাধিক তারকা ইভেন্টে যোগ দেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার অভিনীত সিরিজ ‘লাভ এগেইন’। এর প্রচার সেরে তুতো পরিণীতির বাগদানে যোগ দিতে দেখা গিয়েছে দেশি গার্লকে।
2/5ব্যস্ত শিডিউল গ্লোবাল আইকনের। পরিণীতির বাগদানের পরই এবার ইতালির ভেনিসে ‘বুলগেরি’র ইভেন্টে দেখা মিলল প্রিয়াঙ্কার। রেড কার্পেটে অফ সোল্ডার লাল ক্রপ টপ এবং মার্টি পর্যন্ত লুটিয়ে থাকা মার্মেড কার্টিং স্কার্টে ধরা দেন দেশি গার্ল।
3/5পোশাকের সঙ্গে স্টেটমেন্ট বুলগেরি হাই ফ্য়াশন জুয়েলারি- গলায় চোকার, কানে ছোট্ট দুল এবং হাতে আংটি পরেছেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী ছবি শেয়ার করতেই নেটিজেনদের মন্তব্য, তাঁকে একেবারে ডিজনির রাজকন্যের মতো দেখাচ্ছে।
4/5গাঢ় গোলাপি আউটফিটে প্রিয়াঙ্কাকে দেখে চোখ সরছে না নেটিজেনের। কোঅর্ড পোশাকে তন্বী ফিগার ফ্লন্ট করছেন প্রিয়াঙ্কা।
5/5বুলগেরির ইভেন্ট থেকে জেন্ডায়া, অ্যানি হাথওয়ে এবং ব্ল্যাক-পিঙ্ক তারকা লিসার সঙ্গে এই ছবিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ভেনিসের এই অনুষ্ঠান থেকে প্রিয়াঙ্কার একগুচ্ছ ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।