Rajpal Yadav Birthday: অভিনেতা রাজপাল যাদব তাঁর সেরা কমিক টাইমিংয়ের জন্য বিখ্যাত। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে কৌতুক অভিনেতা হিসেবেই দেখেছেন দর্শক। ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু হয় রাজপাল যাদবের। স্ট্রাগলের দিনের এক মজার ঘটনা সম্প্রতি ভাগ করে নেন অভিনেতা-
1/5কমেডি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা রাজপাল যাদব। জীবনে একাধিক চমৎকার চরিত্রে অভিনয় করেছেন। কিছুদিন আগে জি ফাইভে মুক্তি পেয়েছিল ‘অর্ধ’। ছবিতে রূপান্তরিত নারীর চরিত্রে অভিনয় করেছেন রাজপাল। ছবিতে তাঁর অভিনয় দর্শকের কাছে প্রশংসিতও হয়েছে।
2/5সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ট্রাগলের দিনগুলির থেকে এক মজার ঘটনা স্মরণ করেছেন রাজপাল। রাজপাল যাদব জানিয়েছিলেন, সংগ্রামের দিনগুলিতে একসঙ্গে চারজন থাকতেন তাঁরা। যেখানেই অডিশন দিতে যেতেন, চারজনই একসঙ্গে যেতেন।
3/5এক রবিবার আচমকা নাকি তাঁরা অফার পেয়েছিল। যে বাড়িতে তাঁরা থাকতেন তার নীচেই একটি টেলিফোন বুথ ছিল। সেখান দিয়ে পালটা কল করতেই কেউ একজন জানিয়েছিলেন, মুম্বইয়ের সূচক বাংলোতে শ্যুটিং চলছে। শ্যুটিংয়ের জন্য চারজন প্রয়োজন। শুটিংয়ে কিছু করার নেই শুধু হাসতে হবে।
4/5অভিনেতা জানান, তখনই বাসে করা চার বন্ধু সূচক বাংলোতে গিয়ে পৌঁছান। সেখানে প্রায় ১০ থেকে ১৫ জন লোক ছিল। তাঁদের মধ্যে একজনকে নাকি সংলাপ বলতে হয়েছিল, বাকিদের হাসতে হয়েছিল।
5/5সে দিন হাসার জন্য ৫০০ টাকা করে পেয়েছিলেন রাজপালরা। অভিনেতা এবং তাঁর বন্ধুরা টাকা পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন। দুই ঘণ্টার শ্যুটের শেষে তাঁরা বাড়ি ফিরে পার্টিও করেছিলেন।