Ram charan unknown facts: ২৭ মার্চ, ৩৮ বছরে পা রাখ... more
Ram charan unknown facts: ২৭ মার্চ, ৩৮ বছরে পা রাখলেন দক্ষিণী অভিনেতা রামচরণ। অস্কার বিজয়ী RRR-এ অভিনয়ের জন্য দর্শকের মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিশেষ দিনে অভিনেতার সম্পর্কে রইল বেশ কিছু কম জানা তথ্য-
1/8মেগাস্টার চিরঞ্জীবী পুত্র রামচরণ। খুব কম লোকই জানেন, তাঁর ঠাকুরদা একজন সম্মানীয় ব্যক্তিত্ব, যার নাম ছিল আল্লু রাম লিঙ্গাইয়া। তিনি ছিলেন পেশায় চিকিৎসক। ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত ছিলেন তিনি। ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশদের হাতে গ্রেফতারও হন। দেশের প্রতি অশেষ অবদান ছাড়াও বিখ্যাত কৌতুক অভিনেতাও ছিলেন তিনি। জীবদ্দশায় ১০০০-এর বেশি তেলুগু ছবিতে অভিনয় করেছেন।
2/8RRR-এ রাম চরণও একজন মুক্তিযোদ্ধার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেতার বাবার চরিত্রে ক্যামিও রোলে অভিনয় করেছেন অজয় দেবগন। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে গভীর যোগ রয়েছেন অভিনেতার পরিবারের। 'মেগা পাওয়ার স্টার' বলা হয় রামচরণকে। অভিনেতার বাবা চিরঞ্জীবীর উপাধি এবং তাঁর কাকা পবন কল্যাণ একজন পাওয়ারস্টারও, সেখান থেকেই এসেছে মেগাস্টারের সংমিশ্রণ।
3/8রামচরণের স্ত্রী উপাসনা একজন উদ্যোক্তা। পর্দায় একজন উজ্জ্বল অভিনেতা হওয়ার পাশাপাশি রামচরণও একজন উদ্যোক্তা এবং একজন সমাজসেবীও। পোলো টিম হায়দরাবাদ পোলো রাইডিং ক্লাবের মালিক তিনি। ট্রুজেট নামে তাঁর নিজস্ব এয়ারলাইনও চালান। এসবের পাশাপাশি তিনি সমাজসেবার প্রতিও গভীর আগ্রহ রয়েছে তাঁর। প্রায় জন্মদিনে রক্তদানও করেন।
4/8Turbo Megha Airways Pvt Ltd হায়দরাবাদের বাইরে অবস্থিত একটি আঞ্চলিক বিমান সংস্থা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবাগুলিতে প্রধান এয়ারলাইনগুলিকে সহায়তা করে। ওই বিমানসংস্থার চেয়ারম্যান রামচরণ।
5/8অভিনয় কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে ছেলেকে অনেক সাহায্য করেছিলেন চিরঞ্জীবী। পরে অভিনয় থেকে বিরতি নিয়ে যখন চিরঞ্জীবী ফিরে আসেন, তখন চরণ তার বাবাকে ফিরে আসতে সাহায্য করেছিলেন। 'খিদি নং ১৫০'-এর জন্য প্রযোজক হয়ে রাম তার বাবাকে প্রত্যাবর্তন করতে সাহায্য করেছিলেন। নিজস্ব কোনিডেলা প্রোডাকশন কোম্পানি রয়েছে অভিনেতার। 'খিদি নং ১৫০'-এর প্রযোজনা করেছে ওই সংস্থা।
6/8দুর্দান্ত স্ট্যানটম্যানও রামচরণ। 'ধ্রুব' হল রাম চরণের হিট অ্যাকশন ছবি ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি তামিল ছবি 'থানি ওরুভান'-এর রিমেক। ছবির সমস্ত স্টান্ট নিজেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা।
7/8মুম্বইয়ে কিশোর নমিত কাপুরের অ্যাক্টিং স্কুলে অভিনয়ের কোর্স করেছিলেন রামচরণ। হৃতিক রোশন, করিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা এই স্কুলে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন।
8/8পুজো-পাঠে বিশ্বাস করেন রামচরণ। তিনি যেকোনও যান নিজের সঙ্গে কুলদেবতা নিয়ে যান। বাস্তব জীবনেও বজরংবলীর ভক্ত তিনি। অস্কারের আগে ছোট মন্দিরে পূজো করতে দেখা গিয়েছে তাঁকে। রামচরণ আরও জানান, তার নামও হনুমান। অ্যাওয়ার্ড শোতে চপ্পল ছাড়াই খালি পায়ে অ্যাওয়ার্ড গ্রহণ করতে গিয়েছিলেন রামচরণ।