‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে সতীশ কৌশিকের অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। বৃহস্পতিবার, ৯ মার্চ প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক। হাসপাতালে যাওয়ার পথেই হার্ট অ্যাটাকে চলে যান তিনি। কাছের বন্ধুকে শেষ শ্রদ্ধা জানিয়ে নেটমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর।
1/7অভিনেতা অনিল কাপুরের সঙ্গে অনেক পুরনো বন্ধুত্ব সতীশ কৌশিকের। একসঙ্গে একগুচ্ছ ছবিতে অভিনয় করেছেন তাঁরা। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রাম লক্ষণ’-এর মতো ছবিতে তাঁদের একসঙ্গে অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। বন্ধুর চলে যাওয়ায় নেটমাধ্যমের পাতায় পুরনো ছবি পোস্ট করে আবেগঘন অনিল কাপুর।
2/7অনিল ও সতীশের বন্ধুত্বের কথা সকলেরই জানা। শুধু পর্দার বাইরে নয়, পর্দাতেও উঠে এসেছে তাঁদের বন্ধুত্বের গল্প। মিস্টার ইন্ডিয়া সহ-অভিনেতার সতীশ কৌশিককে ছোট ভাইয়ের চোখে দেখতে অনিল কাপুর।
3/7অনিল, সতীশ ও অনুপম বলিউডের তিন মাস্কেটিয়ার্স। নেটমাধ্যমের পাতায় অনিল কাপুর লেখেন, ‘ইন্ডাস্ট্রির লরেল হারাল হার্ডিকে… তিন মাস্কেটিয়ার্স সবচেয়ে প্রতিভাবান, উদার এবং প্রেমময় মাস্কেটিয়ারকে হারিয়েছে। আমি আমার ছোট ভাইকে হারিয়েছি...খুব তাড়াতাড়ি চলে গেল.. আমি তোমাকে ভালোবাসি সতীশ’।
4/7ভারতীয় সিনেমা এবং টেলিভিশন জগতের অন্যতম বিখ্যাত অভিনেতা সতীশ কৌশিক। সেরা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং থিয়েটার অভিনেতা হিসাবেও স্বীকৃত তিনি।
5/7১৯৯০ সালে 'রাম লক্ষণ' এবং ১৯৯৭ সালে ‘সাজন চলে শশুরাল'-এর জন্য দু’বার ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছিলেন সতীশ কৌশিক। তাঁর অভিনীত বেশকিছু কমেডি চরিত্র দর্শকের মনে দাগ কেটে গিয়েছে।
6/7অভিনয় এবং পরিচালনা ছাড়াও, অভিনেতা একজন দক্ষ লেখক হিসেবে পরিচিত। থিয়েটার অভিনেতা হিসেবে, হিন্দি নাটক ‘উইলি লোম্যান’এ উল্লেখযোগ্য ভূমিকয় অভিনয় করেছিলেন সতীশ কৌশিক। আর্থার মিলারের ‘ডেথ অফ আ সেলসম্যান’-এর রূপান্তর ‘সেলসম্যান রামলাল’ নাটকে সতীশের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।
7/7চোখের জলে প্রিয় ‘ক্যালেন্ডার’কে শেষবিদায় জানিয়েছে বলিউড। মাত্র ৬৬ বছরেই থামল সতীশের যাত্রা। অনুপম খের, জাভেদ আখতার, সুধীর মিশ্র, রাখি সাওয়ান্ত,শেহনাজ গিল, ইশান খট্টর থেকে অভিষেক বচ্চন, সলমন খান, রণবীর কাপুর, শিল্পা শেট্টি, বনি কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকি সহ আরও অনেক বলিউড তারকা হাজির হয়েছেন অভিনেতার শেষ যাত্রায়।