Satish Kaushik passes away: বৃহস্পতিবার, ৯ মার্চ প্রয়াত হন অভিনেতা সতীশ কৌশিক। হাসপাতালে যাওয়ার পথেই হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। ভারতীয় সিনেমা এবং টেলিভিশন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সতীশ কৌশিক। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব।
1/8মাত্র ৬৬ বছর বয়সেই জীবনাবসান হয় কৌতুকশিল্পীর। সতীশ কৌশিকের মৃত্যু সংবাদ সামাজিক মাধ্যমের পাতায় নিশ্চিত করেছেন বলিউড অভিনেতা অনুপম খের। পর্দায় তাঁর কৌতুকাভিনয় ছিল অবিস্মরণীয়। অভিনেতার মৃত্যুর পর নেটমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি শেয়ার করে শোকপ্রকাশ করেছেন অভিনেতা আরবাজ খান।
2/8অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং অভিনেতা মনোজ বাজপেয়ী সতীশ কৌশিকের মৃত্যুতে শোকস্তব্ধ। টুইট করে শোকপ্রকাশ করেছেন তাঁরা।
3/8পরিচালক ফারহা খান এবং পরিচালক সুভাষ ঘাই সতীশ কৌশিকের ছবি ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করে শোকপ্রকাশ করেছেন।
4/8অভিনেতা সুনীশ শেট্টি এবং অভিনেতা রিতেশ দেশমুখ প্রয়াত অভিনেতার ছবি পোস্ট করার পাশাপাশি দীর্ঘ টুইটে শোকপ্রকাশ করেছেন।
5/8সতীশ কৌশিকের আচমকা চলে যাওয়া মেনে নিতে পারছেন না অভিনেতা অভিষেক বচ্চন। দুঃখজনক এবং ইন্ডাস্ট্রির বড় ক্ষতি বলে টুইট করেছেন জুনিয়র বচ্চন।
6/8গায়ক আরমান মালিকের কাছে সতীশ কৌশিক অনেকটা সেরা বন্ধুর মতো ছিল। অভিনেতার প্রয়াণের খবরে শোকস্তব্ধ গায়ক, টুইট করে শোকপ্রকাশ করেছেন।
7/8সতীশ কৌশিকের চলে যাওয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন অর্জুন রামপাল। তরুণ অভিনেতাদের নিজের নির্দেশনায় অনেক প্রতিভা এবং শিক্ষা ছড়িয়ে দিয়ে গিয়েছেন সতীশ কৌশিক, টুইটে লিখেছেন অর্জুন রামপাল।
8/8পরিচালক বিবেক আগ্নিহোত্রী এবং লেখত তথা প্রযোজক মধুর ভান্ডরকর সতীশ কৌশিকের প্রয়াণে টুইট করে গভীর শোকপ্রকাশ করেছেন।