সেলফি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। দেখে নি কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন এই সিনেমা করতে-
1/5শুক্রবার মুক্তি পেয়েছে সেলফি। অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভরুচা এবং ডায়না পেন্টির সিনেমা সেভাবে ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে। প্রত্যাশার চেয়ে ছবির সংগ্রহ খুবই কম। ২ দিনে ছবিটি ব্যবসার অঙ্ক ৫ কোটির থেকে খানিক বেশি। চলুন দেখে নেই রিপোর্ট অনুসারে কোন তারকা এই সিনেমার জন্য কত পারিশ্রমিক নিয়েছেন-
2/5হিসেব বলছে অক্ষয়ের কেরিয়ারের টানা ৬ নম্বর ফ্লপ এটি। শেষ হিট গুড নিউজ। মাঝে সূর্যূংশম ৩০০ কোটির কাছাকাছি ব্যবসা করলেও, সেই ছবির বাজেটই ছিল ২০০ কোটি। সেলফির বাজেট ৮০ কোটি। আর cine-tales.com-এর রিপোর্ট অনুযায়ী, অক্ষয় কুমার ছবিটির জন্য ৩৫ কোট পারিশ্রমিক নিয়েছেন।
3/5ছবিটির জন্য বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাসমি ৭ কোটি পারিশ্রমিক নিয়েছেন। এই ছবিতে তিনি আরটিও অফিসার ওম প্রকাশ আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন।
4/5সেলফি দিয়েই দীর্ঘদিন পর বড় পরদায় ফিরলেন ডায়ানা পেন্টি। ছবিতে তাঁকে অক্ষয় কুমার, অর্থাৎ বিজয় কুমারের স্ত্রী নয়নার চরিত্রে দেখা গিয়েছে। রিপোর্ট অনুসারে তিনি পারিশ্রমিক পেয়েছেন ৭৫ লাখ।
5/5বলিউডে এখন পরিচিত মুখ নুসরত ভারুচা। ওম প্রকাশের স্ত্রী মিন্টি আগরওয়ালের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। পারিশ্রমিক নিয়েছেন ৪ কোটি।