শ্যুটিংয়ের ফাঁকে বা পরে তারকারা নিজেদের ভ্যানিটি ভ... more
শ্যুটিংয়ের ফাঁকে বা পরে তারকারা নিজেদের ভ্যানিটি ভ্যানে অনেকটা সময় ব্যয় করেন। এখানেই তাঁরা মেক-আপ করেন, পোশাকের ট্রায়াল মিটিং এবং সংলাপ পাঠ করেন। এমন পরিস্থিতিতে ভ্যানিটি ভ্যানের স্পেশাল হওয়াটাই স্বাভাবিক। তারকাদের বিলাসবহুল ভ্যানি ভ্যানের দাম শুনলে চোখ কপালে উঠবে-
1/9বিলাসবহুল বাড়ি থেকে দামী গাড়ি এবং দামী ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন বলিউড অভিনেতারা। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বাড়ি থেকে অফিস পর্যন্ত ইন্টেরিয়র ডিজাইনের দিকে বিশেষ নজর দিয়েছেন। শ্যুটিংয়ের ফাঁকে বা পরে তারকারা নিজেদের ভ্যানিটি ভ্যানে অনেকটা সময় ব্যয় করেন। এখানেই তাঁরা মেক-আপ করেন, পোশাকের ট্রায়াল মিটিং এবং সংলাপ পাঠ করেন। এমন পরিস্থিতিতে ভ্যানিটি ভ্যানের স্পেশাল হওয়াটাই স্বাভাবিক।
2/9সম্প্রতি কঙ্গনা রানাওয়াত নতুন করে তাঁর ভ্যানিটি ভ্যান সাজিয়ে তুলেছেন। এটি কাস্টমাইজ করতে প্রায় ৬৫ লাখ টাকা খরচা করেছেন অভিনেত্রী। তেমনি বলিউডের আরও অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা লাখ লাখ এবং কোটি টাকা খরচ করেন নিজেদের ভ্যানিটি ভ্যানের পিছনে।
3/9বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন সলমন খান। অভিনেতার ভ্যানিটি ভ্যানে তাঁর একটি নিজস্ব ছবিও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এর দাম ৪ কোটি টাকা।
4/9বাদশা খান নামে শাহরুখ খানের ভ্যানিটি ভ্যানে রয়েছে বিলাসবহুল সব সুবিধা। প্রতিবেদনে বলা হয়েছে, এর দাম ৫ কোটি টাকা। এটি একটি ১৪ মিটার দীর্ঘ ভলভো 9BR যেখানে থাকার জায়গা, ওয়ার্ক স্টেশন, শয়নকক্ষ এবং টয়লেট রয়েছে।
5/9 হৃতিক রোশনের একটি মার্সিডিজ ভি-ক্লাস ভ্যানিটি ভ্যান রয়েছে। প্রতিবেদন অনুসারে, এতে অভিনব ইন্টেরিয়র করা। এর দাম প্রায় ৩ কোটি টাকা।
6/9দক্ষিণ তারকা আল্লু অর্জুনের ভ্যানিটির নাম ফ্যালকন। এর ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অভিনেতার ভ্যানিটি ভ্যানের দাম ৭ কোটি টাকা। সলমন এবং শাহরুখের থেকেও দামী ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন তিনি।
7/9আলিয়া ভাটের ভ্যানিটির ইন্টেরিয়র ডিজাইন করেছেন গৌরী খান। আলিয়া তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ভ্যানিটিকে একটি ক্লাসি লুক দিয়েছেন। যদিও এর দাম প্রকাশিত হয়নি। তবে অভ্যন্তরীণ এবং কাস্টমাইজেশন দেখে মনে করা হচ্ছে বিপুল পরিমাণ খরচ করেছেন অভিনেত্রী।
8/9বলিউডের ব্যস্ততম অভিনেতাদের একজন অক্ষয় কুমার। একাধিক রিপোর্ট অনুযায়ী, তাঁর ভ্যানিটির মূল্য ৫ কোটি টাকা।
9/9সঞ্জয় দত্তের দ্বিতীয় বাড়ি ভ্যানিটি ভ্যান। তার ভ্যানিটিও অনেক দামী। এর দাম ৩ কোটি টাকার কাছাকাছি বলে খবর।