Bollywood Actors: বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা বন্ধুত্বের কারণে ছবিতে অভিনয় কিংবা ক্যামিও রোলের জন্য কখনও পারিশ্রমিক নেননি। পরিচালকের সঙ্গে ছবিতে কাজ করার জন্যও কোনও কোনও অভিনেতা পারিশ্রমিক নেননি। কারা কারা, দেখুন-
1/8৮ মার্চ মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'তু ঝুটি মে মক্কর'। ছবিটি দর্শকদের পছন্দ হচ্ছে। বিশ্বব্যাপী ছবিটি ১০০ কোটি আয় করেছে এই ছবি। সম্প্রতি পরিচালক লাভ রঞ্জন প্রকাশ করেছেন, রণবীর এখনও ছবিটির জন্য তাঁর কাছে পরিশ্রমিক নেননি। বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা বন্ধুত্বের কারণে কখনও পারিশ্রমিক নেননি এবং পরিচালকের সঙ্গে ছবিতে কাজ করার জন্যও কোনও পারিশ্রমিক নেননি।
2/8শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'পাঠান'-এ ক্যামিও চরিত্রে রয়েছেন সলমন খান। একাধিক রিপোর্ট অনুযায়ী, পাঠানের জন্য কোনও পরিশ্রমিক নেননি সলমন।
3/8কৃতি স্যানন 'কলঙ্ক', 'পতি পাতনি অউর ওহ' এবং 'হিরোপান্তি ২'-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। কৃতি জানিয়েছিলেন, এখন পর্যন্ত তিনি কোনও ক্যামিও চরিত্রের জন্য কোনও পারিশ্রমিক নেননি।
4/8বর্তমানে সর্বোচ্চ পরিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি তার প্রথম ছবি 'ওম শান্তি ওম'-এর জন্য কোনও পারিশ্রমিক নেননি। শাহরুখ খানের বিপরীতে কাজ করার জন্য দীপিকা খুবই উচ্ছ্বসিত ছিলেন।
5/8সোনম কাপুর মিলখা সিংয়ের বায়োপিক 'ভাগ মিলখা ভাগ' ছবির জন্য চুক্তি করেছিলেন মাত্র ১১ টাকার পরিবর্তে। ফারহান আখতার এবং পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা মুখ্য ভূমিকায় ছিলেন ছবিতে।
6/8'হায়দার' ছবিতে চকলেট হিরো নামে পরিচিত শাহিদ কাপুরকে দেখে সবাই অবাক। এটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা। বিশাল ভরদ্বাজের ছবির বাজেট কম ছিল, তাই শাহিদ কোনও চার্জ নেননি।
7/8করণ জোহরের ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে বলিউডে অভিষেক হয় রানি মুখোপাধ্যায়ের। প্রথম ছবি থেকেই হিট হয়ে যান রানি। তিনি করণ জোহরের জন্য এই ছবিটিতে কোনও পরিশ্রমিক নেননি।
8/8আর মাধবন অভিনীত 'রকেট্রি' ছবিতে ক্যামিও করেছিলেন শাহরুখ। এর পরিচালকও ছিলেন আর মাধবন। ছবিটির জন্য শাহরুখ কোনও রকম পারিশ্রমিক নেননি।