Vijay Deverakonda Secrets: দক্ষিণের সুপারস্টার অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতার বিশাল ফ্যান ফলোয়ার্স। অর্জুন রেড্ডি ছবিতে অভিনয় করেই পরিচিতি পেতে শুরু করেন বিজয়। 'মেহনতি', 'গীতা গোবিন্দম', 'ট্যাক্সিওয়ালা', 'ডিয়ার কমরেড'-এর মতো ছবিতে কাজ করেছেন। রইল দেবেরাকোন্ডা সম্পর্কে বেশ কিছু কম জানা কথা-
1/6২০১৯ সালে Forbes India-এর তালিকায় প্রথম ৩০ জনের মধ্যে সবচেয়ে বেশি অনুসন্ধান করা দক্ষিণ তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতার পেশাদার জীবন সম্পর্কে কমবেশি অনেকেই জানেন। তবে অভিনেতা সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে, যা তাঁর ভক্তদের কাছে কম জানা।
2/6ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে একজন থিয়েটার শিল্পী ছিলেন বিজয় দেবরাকোন্ডা। অর্জুন রেড্ডি ছবিতে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। হায়দরাবাদ ভিত্তিক এক থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা।
3/6অভিনয়ে আসার আগে থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ছিল বিজয়ের। মাত্র চার বছর বয়সে ছোটগল্প ও কবিতা লেখা শুরু করেন তিনি। অন্ধ্র প্রদেশের একটি বোর্ডিং স্কুল সত্য সাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বিজয়। এখান থেকেই তিনি লেখালেখির প্রতি আগ্রহ তৈরি হয়েছিল।
4/6অভিনয়, লেখালেখি, গান, নাচের প্রতি আগ্রহ ছাড়াও পরিচালনার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে বিজয়ের। ‘ম্যাডাম মীরানা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য ছবিও পরিচালনা করেছেন তিনি। প্রতিভাবান অভিনেতা নিজেই একটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন এবং পাঁচ ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণ করেছিলেন।
5/6বিজয় দেবরাকোন্ডা প্রথম তেলুগু নায়ক যিনি একটি পোশাকের ব্র্যান্ডের মালিক। ২০১৮ সালে তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড, রাউডি ক্লাব চালু করেছিলেন। তিনি প্রথম টলিউড অভিনেতা যিনি নিজস্ব পোশাকের লাইন চালু করেছিলেন। বিজয়ের পোশাকের ব্র্যান্ডের নিজস্ব অ্যাপ রয়েছে, ইউজার সংখ্যা ১০ লক্ষের বেশি।
6/6২০১১ সালে রবি বাবু পরিচালিত ‘নুভিলা’ ছবি দিয়ে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ে আত্মপ্রকাশ করেন বিজয়। লাইফ ইজ বিউটিফুল, ইয়েভেদে সুব্রামনিয়াম, পেলি চুপলু এবং দ্বারকা-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্লকবাস্টার সিনেমা অর্জুন রেড্ডির মাধ্যমে খ্যাতি অর্জন করে লাইমলাইটে আসেন বিজয়।