পাকিস্তানের দর্শকরা বলিউড ছবির কিন্তু বড় ভক্ত। এই কারণেই অনেক বলিউড সিনেমা পাকিস্তানে বক্স অফিসের দিক থেকে অনেক ভালো ব্যবসা করেছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের পর পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ভারতীয় ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়।
1/9ভারত-পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক যেমনই হোক না কেন, পাকিস্তানের দর্শকরা বলিউড ছবির কিন্তু বড় ভক্ত। এই কারণেই অনেক বলিউড সিনেমা পাকিস্তানে বক্স অফিসের দিক থেকে অনেক ভালো ব্যবসা করেছে। নিষেধাজ্ঞার আগে পাকিস্তানে কোন কোন বলিউড ছবি হিট হয়েছিল জানেন?
2/9Bajrangi Bhaijan- ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বজরঙ্গি ভাইজান’। ছবিতে অভিনয় করেছেন সলমন খান, করিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবিটি পরিচালনা করেছেন কবির খান। পাকিস্তানে ২৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
3/9Bajirao Mastani- রণবীর সিং, দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সঞ্জয় লীলা বনসালির ছবি 'বাজিরাও মাস্তানি' (২০১৫ সাল)। বক্স অফিসে ৯ কোটি টাকা আয় করেছিল এই ছবি।
4/9Prem Ratan Dhan Payo- সলমন খান এবং সোনম কাপুরের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ (২০১৫ সাল)। ছবিটি পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া। পাকিস্তান ৮.৮০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
5/9Tamasha- ইমতিয়াজ আলি পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তামাশা’। পাকিস্তানে ৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকে।
6/9Dilwale- ২০১৫ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘দিলওয়ালে’। রোহিত শেট্টির অ্যাকশন কমেডি ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন। পাকিস্তানে প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
7/9Welcome Back- জন আব্রাহাম, অনিল কাপুর এবং নানা পাটেকর অভিনীত আনিস বাজমির ছবি ‘ওয়েলকাম ব্যাক’। ২০১৫ সালে মু্ক্তিপ্রাপ্ত এই ছবি পাকিস্তানে ৯.৫ কোটি টাকার ব্যবসা করেছে।
8/9PK- রাজকুমার হিরানির ছবি ‘’পিকে'। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন আমির খান, অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জয় দত্ত। পাকিস্তানে ২২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
9/9Sultan- আলি আব্বাস জাফরের স্পোর্টস ড্রামা ফিল্ম ‘সুলতান’। ২০১৬ সালের মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন সলমন খান, অনুষ্কা শর্মা, অমিত সাধ এবং রণদীপ হুডা। পাকিস্তানে মোট ৩৩ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।