বিতর্কের মাঝে মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি'। দর্শক বেশ পছন্দ করেছে ছবিটিকে। এর সঙ্গেই শিরোনামে রয়েছেন ছবির অভিনেত্রী আদা শর্মাও।
1/6'দ্য কেরালা স্টোরি'-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা। কেরালার তিন মেয়ের জীবন দেখানো হয়েছে ছবিতে। এই তিন মেয়ের একজনের ভূমিকায় দেখা যাচ্ছে আদা শর্মাকে। তার চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প।
2/6আদা ছবিতে শালিনী উন্নিকৃষ্ণানের ভূমিকায় অভিনয় করেছেন, একজন হিন্দু মহিলা যিনি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। একজন মুসলিম পুরুষকে বিয়ে করে সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এ যোগ দিতে বাধ্য করায় তার নাম রাখা হয় ফতিমা।
3/6এই ছবির জন্য এক কোটি টাকা পরিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। এই ছবির আগে অনেক ছবিতে কাজ করেছেন আদা শর্মা। '1920' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আদার। এছাড়াও, অনেক হিন্দি, তেলুগু, কন্নড় এবং তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি।
4/6আদা শর্মার মোট সম্পত্তি সম্পর্কে বলতে গেলে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০ কোটির টাকার বেশি। মুম্বইয়ে এই অভিনেত্রীর একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার মূল্য কোটি টাকার বেশি বলে খবর।
5/6এ ছাড়া আদার কাছে আছে অনেক দামি গাড়ির কালেকশন। এর মধ্যে রয়েছে অডি A6, BMW X5 এবং Audi A4C-এর মতো বিলাসবহুল গাড়ি।
6/6আদাহ শর্মা সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় রিল এবং ভিডিয়ো শেয়ার করেন তিনি।