Uorfi Javed: হামেশা নিজের ফ্য়াশন সেন্সের জন্য চর্চায় থাকেন প্রাক্তন বিগ বস ওটিটি খ্যাত তারকা উরফি জাভেদ। বলিউডের অনেক তারকা উরফির ফ্য়াশনের প্রশংসা করেছেন। তবে বলিউডের অনেক তারকা পর্যন্ত উরফিকে তাঁর ফ্যাশন সেন্সের জন্য তুলোধনা করেছেন। কারা কারা, দেখুন-
1/8সাহসী স্টাইলের জন্য সুপরিচিত উরফি জাভেদ। তাঁর 'সাহসী' পোশাক প্রতিদিন শিরোনামে থাকে। নিজের পোশাক নিজেই স্টাইল করেন উরফি। নেটমাধ্যমে কেউ কেউ প্রশংসা করেন আবার কেউ কেউ সমালোচনায় মুখর হন। ফ্যাশনের নাম শরীর দেখানো উরফিকে একাধিক সময় কটাক্ষ করেছেন বলিউপাড়ার একাধিক সেলেব। পালটা জবাব দিতে ভোলেননি উরফিও।
2/8‘বিগ বস ১৩’-এর প্রতিযোগী হিন্দুস্তানি ভাউ-এর অভিযোগ, উরফি জাভেদ যে ধরনের পোশাক পরেন তা নিয়ে সবারই সমস্যা রয়েছে। শুধু তাই নয়, হিন্দুস্তানি ভাউ তাকে শুধরে যাওয়ার হুমকি দিয়েছেন। এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে হিন্দুস্তানি ভাউ-এর ভিডিয়ো শেয়ার করেন উরফি। দীর্ঘ নোটে তিনি লিখেছেন, ও যেভাবে গালিগালাজ করেছে তা দেশের রীতি। ওর গালাগাল শুনে কত মানুষ শুধরেছে! আরও লেখেন, 'হাঁটুর বয়সী মেয়েকে প্রকাশ্যে হুমকি দেওয়া, ছেলেদের জেলে যাওয়ার জন্য এটি একটি ভালো বার্তা।’ উরফি ফাঁস করেন, হিন্দুস্তানি ভাউ তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। প্রচারের আলোয় থাকার জন্য উরফির থেকে সাহায্য চেয়েছিলেন।
3/8হৃতিক রোশনের প্রাক্তন শ্যালিকা ফারাহ একবার পোশাক নিয়ে উরফিকে ট্রোল করেছিলেন। এই নিয়ে টুইটারে তুমুল ঝামেলা হয়েছিল দুজনের মধ্যে।
4/8উরফি জাভেদ প্রখ্যাত লেখক চেতন ভগতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন একবার। প্রথমে চেতনের মন্তব্য, তার জেরে উরফির আক্রমণ। ‘মিটু’ কাণ্ড চেতনের পুরনো চ্যাট তুলে শেয়ার করেছেন উরফি। চেতনকে 'বিকৃত মানসিকতার’ বলেও দাবি করেন তিনি। তবে চেতনের কথা ছিল, ‘আমি সকলকে বার্তা দিতে চেয়েছিলাম যে, ফিটনেস এবং কেরিয়ারের উপর নজর দেওয়া উচিত। ইনস্টাগ্রামে সময় কাটানো উচিত নয়। কিন্তু আমার এই মন্তব্য বাদ দেওয়া হয়। ওটি নাকি অপ্রাসঙ্গিক শোনাচ্ছিল।’
5/8কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী তথা অভিনেত্রী কশ্মীরা শাহ। তিনি একবার বলেছিলেন, উরফির জনপ্রিয়তা ইনস্টাগ্রামের সীমাবদ্ধ। পাল্টা জবাব দিয়ে উরফি বলেছিলেন, তাঁকে তো ইনস্টাগ্রামে দেখা যায়, কাশ্মীরাকে তো সেখানেও দেখা যায় না।
6/8‘বিগ বস’ খ্যাত তারকা এবং গায়ক রাহুল বৈদ্যও একবার উরফির ফ্যাশন সেন্সকে তুলোধনা করেছিলেন। রাহুলকে পালটা জবাবে উরফি ‘সেক্সিস্ট’ এবং ‘পাল্টিবাজ’ বলেছিলেন।
7/8উরফির ফ্য়াশন সেন্স নিয়ে একবার কটূক্তি করে বসেছিলেন চাহত খান্না। পালটা জবাবে চাহতকে একেবারে ধুয়ে দিয়েছিলেন উরফি। চাহতের বেশ কিছু পুরনো বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যুযুধান উরফি।
8/8সম্প্রতি করিনা কাপুর খানের শোয়ে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। সেখানেই উরফির ফ্য়াশন সেন্স নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, নিম্ন রুচির পরিচায়ক। অভিনেতার এই মন্তব্যে এখনও কোনও পালটা প্রতিক্রিয়া মেলেনি উরফির তরফে।