রাজস্থানে আসন্ন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-এর প্রচার করতে গিয়েছেন অভিনেতা ভিকি কৌশল এবং সারা আলি খান। সেখানেই তাঁরা ১৭০ জনের এক বিরাট পরিবারের সঙ্গে দেখা করেন। সেই ছবি নেটমাধ্য়মের পাতায় শেয়ার করেছেন ভিকি-
1/7১৭০ জনের এক বিরাট। রাজস্থানে আসন্ন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-এর প্রচারে গিয়ে সেই পরিবারের সঙ্গেই দেখা করলেন ভিকি কৌশল এবং সারা আলি খান।
2/7ছবির প্রচারের সময় ভিকিকে একটি ঐতিহ্যবাহী রাজস্থানী পাগড়ি পরতে দেখা গিয়েছে। সালোয়ার স্যুটে হাজির হয়েছিলেন সারা আলি খান।
3/7রাজস্থানের ওই বিরাট পরিবারের সদস্যরা ফুলের মালা দিয়ে দুই বলিউড তারকাকে স্বাগত জানান। পরিবারের সঙ্গে দেখা করার সময় ভিকি এবং সারা দুজনেই বেশ খুশি ছিলেন।
4/7চুলহা কি রোটি এবং সবজির স্বাদও উপভোগ করেছেন পরিবারের সঙ্গে বসে। ভিকি এবং সারা মাটিতে বসে ভেন্ডির সবজি এবং রুটি খেয়েছেন। খাওয়া শেষে সারা ও ভিকিও সবজির প্রশংসাও করেন।
5/7পরিবারের সঙ্গে মজাও করেছেন দুই তারকা। পরিবারের মহিলারা রাজস্থানী গান গেয়ে ভিকি-সারাকে শুনিয়েছেন। পরিবারের সঙ্গে দুজনে নাচও করেছেন।
6/7ভিকি ইনস্টাগ্রামে এই পরিবারের সঙ্গে দেখা করার কিছু ছবি শেয়ার করেছেন। পোস্টটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শহ-পরিবার! ১৭০ জন সদস্য নিয়ে একটি যৌথ পরিবার... পরিবার যত বড়, হৃদয় তত বড়। আপনাদের সকলকে রাম সে রাম রাম হ্যায়!’
7/7২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিকি এবং সারার আগামী ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। ইন্দোরে শ্যুটিং এই ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।