শুক্রবারই মিলেছিল অরিজিৎ সিং-এর অসুস্থতার খবর। যা রীতিমতো চিন্তায় ফেলে দেয় সকলকে। এই মুহূর্তে বলিউডের ১ নম্বর গায়ক বললেও অত্যুক্তি হয় না। যদিও শুধু হিন্দি নয়, বাংলাতেও তুমুল জনপ্রিয়তা গায়কের। তাই গায়ক বেশ কিছুদিন গাইতে পারবেন না জানতেই, সকলের কপালে ভাঁজ পড়েছে।
এরই মাঝে অরিজিতের একটি ছবি ভাইরাল সোশ্যালে। যেখানে অরিজিতের পাশে দেখা গেল কোয়েলকেও। সাদা শার্ট ও প্যান্ট পরে আছেন। চুল বেশ আলুথালু। আর পায়ে স্লিপার। একটি ফ্যান পেজের তরফ থেকে শেয়ার করা হয় ছবিখানা।
আরও পড়ুন: পারিশ্রমিকের সমতা নিয়ে প্রশ্ন! ‘কেন আপনি পুরুষ অভিনেতাদেরকে জিজ্ঞাসা করছেন না’, খচে লাল তাবু
গায়ক অরিজিৎ সিং তার ভক্তদের জন্য একটি উদ্বেগজনক আপডেট ভাগ করেছেন যারা তার আসন্ন শোগুলিতে তাকে সরাসরি শোনার অপেক্ষায় ছিলেন। পাশে দেখা গেল স্ত্রী কোয়েলকেও।
দেখুন সেই ছবি-
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অরিজিৎ লেখেন, ‘প্রিয় অনুরাগীরা, এটা জানাতে কষ্ট হচ্ছে যে অপ্রত্যাশিত চিকিৎসা পরিস্থিতি আমাকে আগস্টের কনসার্ট স্থগিত করতে বাধ্য করেছে। আমি জানি আপনি এই অনুষ্ঠানগুলির জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং আমি আপনাদের হতাশ করার জন্য সত্যিই দুঃখিত। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আসুন এই বিরতিটিকে আরও বেশি যাদুকরী পুনর্মিলনের প্রতিশ্রুতিতে পরিণত করি।’
আরও পড়ুন: ‘যারা শেখাচ্ছে তারা মুখ লোকায়…’! ডিভোর্স-পরকীয়া-বহু বিবাহ নিয়ে বিস্ফোরক রুদ্রনীল
‘আপনাদের বোঝাপড়া, ধৈর্য এবং অবিচল ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনাদের সবার সঙ্গে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করতে, অপেক্ষা করতে পারছি না। আন্তরিক ক্ষমা প্রার্থনা এবং অন্তহীন কৃতজ্ঞতা সহ।’, আরও লেখেন অরিজিৎ সিং।
অগস্টের বদলে, সেপ্টেম্বর মাসে লন্ডন, বার্মিংহাম, রটারডাম এবং ম্যানচেস্টারে তাঁর শোয়ের নতুন তারিখগুলিও নির্ধারিত করেছেন।
আরও পড়ুন: উত্তম কুমারের ‘হট’ নাতবউ বিকিনিতে! ৭৮ থেকে ৫৮ কেজি হয়েছিলেন, কীভাবে কমে ওজন
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আদালতের রায়ে বড় স্বস্তি পেয়েছেন অরিজিৎ সিং। বলিউডের এই বিখ্যাত গায়কের অভিযোগ ছিল, বিনা অনুমতিতে একাধিক AI ক্রিয়েটর তাঁর কণ্ঠ এবং গান গাওয়ার ধরনকে ব্যবহার করেছে। এখানেই শেষ নয়, কিছু অনলাইন প্ল্যাটফর্ম তাদের পণ্যে গায়কের ছবি, সই-সহ ব্যবহার করছে। তাঁর অনুমতি না নিয়েই। আর সেসব বন্ধ করতে দ্বারস্থ হয়েছিলেন আদালতের।
গায়কের আইনজীবী হিরেন কামোদ এই প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর মক্কেল (অরিজিৎ) দীর্ঘদিন ধরে কোনও ব্র্যান্ড এন্ডর্সমেন্টের সঙ্গে যুক্ত নন। এরপর বম্বে হাইকোর্ট বিনা অনুমতিতে চলা ওইসব কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আটটি অনলাইন প্ল্যাটফর্মকে।