বৃহস্পতিবার ভোররাতে নিজের বাড়িতেই আহত হন সইফ আলি খান। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে তাঁর বান্দ্রার বাড়িতে। সেই সময়ই তাঁর সঙ্গে হাতাহাতি হয় সেই ব্যক্তির। আর তাতেই গুরুতর আহত হন অভিনেতা। আগেই জানা গিয়েছিল যে অভিযুক্তকে সিসিটিভিতে দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল তার ছবি।
আরও পড়ুন: 'মনোমুগ্ধকর!' বিনোদিনী দেখে অভিভূত আশুতোষ গোয়ারিকর! 'লাগান' পরিচালকের সঙ্গে দেখা করে কী লিখলেন রুক্মিণী?
কী ঘটেছে?
এদিন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাত দুটো তেত্রিশ মিনিট নাগাদ সইফ আলি খানের বাড়ির সিঁড়ি দিয়ে নামছেন চোরের মতো। আবার তাকাচ্ছেন সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে সাদা কলার দেওয়ার টিশার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালে জাতীয় কিছু। আর পরে আছেন জিন্স। কাঁধে রয়েছে ব্যাগও।
কী ঘটেছে সইফ আলি খানের সঙ্গে
এদিন তদন্তকারী এক সিনিয়র অফিসারের তরফে জানানো হয়েছে সইফ আলি খানের বাড়ির এক পরিচারিকা এলিমা ফিলিপস ওরফে লিমা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন। তিনিই প্রথম অভিযুক্ত তথা আততায়ীকে দেখতে পান যখন সে ওই ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল। তিনি তাকে থামানোর চেষ্টা করেন, এবং স্বাভাবিক ভাবেই তাঁর সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় সেই ব্যক্তির। আর ঘটনাচক্রে তিনি হাতে আঘাত পান। তাঁর চিৎকার, চেঁচামেচি শুনেই নাকি তখন সেখানে দৌড়ে আসেন সইফ আলি খান। এরপরই সইফ আলি খানের সঙ্গে সেই ব্যক্তির হাতাহাতি শুরু হয়। সেই ব্যক্তির হাতে ধারাল কিছু অস্ত্র ছিল। সেটা দিয়েই তিনি অভিনেতার উপর আক্রমণ চালান বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।
রক্তাক্ত সইফকে অটোয় করে হাসপাতালে আনা হয়
রক্তাক্ত অভিনেতাকে মধ্যরাতে তড়িঘড়ি করে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর বড় ছেলে ইব্রাহিম আলি খান অটোয় করে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন এই দুর্ঘটনার পর। জানা গিয়েছে ওই মধ্যরাতে কোনও গাড়ি পাননি ইব্রাহিম যেটায় করে তিনি তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে আসতে পারেন। না ছিল ড্রাইভার, না ছিল গাড়ি প্রস্তুত। তাই তিনি বাধ্য হয়ে যাতে আর সময় অপচয় না হয় বা বাবার বেশি ক্ষতি না হয় তাই তিনি সইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান।