৬০ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের মেয়ে রূপালি বড়ুয়া। তেমনি বলিউডেও একের পর এক চরিত্রে তাঁর আশ্চর্যজনক অভিনয়ে দিয়ে ছাপ ফেলেছেন দর্শকমহলে।
1/6৬০ বছর বয়সে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। পাত্রী রূপালি বড়ুয়া। অসমের মেয়ে, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরতা। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশিস ও রূপালি।
2/6১৯৬২ সালের ১৯ জুন দিল্লিতে জন্মগ্রহণ করেন অভিনেতা। তাঁর বাবা কেরালার মানুষ এবং মা রাজস্থানের মেয়ে। অভিনয়ের প্রতি অনুরাগী আশীস, ১৯৯০ সাল পর্যন্ত থিয়েটার জগতের সঙ্গে যুক্ত ছিলেন।
3/6১৯৯২ সালে মুম্বইতে চলে আসেন আশিস। ১৯৯৩ সালে ভিপি মেননের ছবি 'সর্দার' দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্রোহকাল', যার জন্য তিনি জাতীয় পুরস্কার পান।
4/6৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন আশিস। পাশাপাশি তিনি প্রায় ১১টি ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। মূলত নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা এবং প্রতিটি চরিত্রেই দর্শকদের আকর্ষণ করেছেন।
5/6শুধু বলিউড ও আঞ্চলিক ভাষার ছবিই নয় হলিউডেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন আশিস বিদ্যার্থী। ২০০০ সালে 'নাইটফল' ছবিতে অভিনয় করেছিলেন। এটি একটি সায়েন্স ফিকশন মুভি ছিল।
6/6আশিসে প্রথম স্ত্রী অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়া। শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজোশি, তবে সেই বিয়ে টেকেনি। প্রাক্তন দম্পতির ২৩ বছরের এক পুত্রসন্তান রয়েছে।