Ashish Vidyarthi-Rupali Barua: বয়সকে তোয়াক্কা না করেই জীবনের দ্বিতীয় ইনিংস খেলতে নামলেন আশিস বিদ্যার্থী। পাত্র ৬০-এর, আর পাত্রী রূপালি বড়ুয়ার বয়স ৫০-এর কোঠায়। আশিস বিদ্যার্থীর দ্বিতীয় স্ত্রী রূপালি কী করে জানেন?
1/8৬০ বছর বয়সে নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। পাত্রী রূপালি বড়ুয়া। ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে সই-সাবুদ করে বিয়ে সারেন আশিস ও রূপালি। নতুন দাম্পত্য় জীবনের শুভেচ্ছায় ভাসছেন তাঁরা।
2/8বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সংসার বেঁধেছেন এই দম্পতি। কে এই রূপালি, যাঁর জন্য ৬০ বছর বয়সে দ্বিতীয় বার মনে বসন্তের রং লেগেছে আশিসের? রূপালি কিন্তু রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী।
3/8সই সাবুদ করে বিয়ের সময় আশিসের পরনে ছিল দক্ষিণ ভারতীয় ধুতি আর ঘিয়ে রঙের পঞ্জাবি। অন্যদিকে নববধূ রূপালি পরেছিলেন সাদা রঙের অসমিয়া মেখলা। নববধূর গায়ে গাভর্তি সোনার গয়না। বিয়ের ছবি নিজেই নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন রূপালি।
4/8রূপালি বড়ুয়ার পরিচয় কী জানেন? অসমের মেয়ে । পেশায় ফ্যাশন ডিজাইনার। বয়স ৫০ বছর। কলকাতায় এক নামী ফ্যাশন বিপণির সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর পোশাকেও রয়েছে নিখুঁত ফ্য়াশনের ছাপ।
5/8১৯৭৩ সালের ২১ এপ্রিল অসমে জন্ম রূপালির। অসমেই পড়াশোনা করেছেন তিনি। গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয় থেকে অ্যানথ্রোপলজি নিয়ে স্নাতক তিনি। স্নাতকোত্তর পাশ করেছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে।
6/8জানিয়ে রাখি, আশিসের মতো রূপালি বড়ুয়ারও এটি দ্বিতীয় বিয়ে। রূপালির প্রথম স্বামীর নাম মিতম বড়ুয়া। তিনি ছিলেন পেশায় চিকিৎসক। ইংল্যান্ডে কর্মরত ছিলেন। মিতম বড়ুয়া প্রয়াত হয়েছেন। প্রথম স্বামীর ঘরে এক কন্যা সন্তানও রয়েছে রূপালির। মেয়ের সঙ্গে প্রায়শই ছবি শেয়ার করেন নেটমাধ্যমের পাতায়।
7/8ইংল্যান্ডের বার্মিংহামে ২০১০ সালে স্বামীর সঙ্গে একটি কাপড়ের বিপণি চালু করেন রূপালি। ২০১৪ সালের অক্টোবরে ব্যবসার লাইসেন্স করেন। কিন্তু ২০১৬ সালের নভেম্বরে সেই সংস্থা বন্ধ হয়ে যায়। ইংল্যান্ডে স্বামীর মৃত্যুর পর কলকাতা ফিরে আসেন রূপালি। সেই থেকে একাহাতে মেয়ের দায়িত্ব সামলাচ্ছেন। কলকাতায় ফিরে একটি হ্যান্ডলুমের দোকান খোলেন।
8/8হ্যান্ডলুমের বিপণির পাশাপাশি নিজের ক্যাফেও রয়েছে রূপালির। দুই অংশীদারের সঙ্গে সেই ক্যাফেও চালান তিনি। নিজের বিপণির হয়ে মডেলিংও করেছেন রূপালি। তাঁদের দ্বিতীয় বিয়েতে হাজির ছিলেন রূপালির মেয়েও।