1/7সপ্তাহান্তে শহর ছেড়েছেন যশরত। এই মুহূর্তে রাজস্থানের উদয়পুরে রয়েছেন টলিপাড়ার এই সেলেব দম্পতি। কেন?
2/7গোলাপি রঙা শর্ট আর একই রঙা পুলওভার জ্যাকেটে মি-টাইম কাটানোর কিছু ছবি ইনস্টায় পোস্ট করেছেন নুসরত। তা দেখে নেটমাধ্যমে চরম খিল্লি হল। সাইজ জিরো নুসরতকে দেখে হাঁ নেটিজেনরা। এল খাওয়া-দাওয়া করার পরামর্শ। (ছবি-ইনস্টাগ্রাম)
3/7হাড় জিরজিরে শরীরে নুসরতকে দেখে কেউ, ‘অপুষ্টি রোগী’ বললেন। আবার কেউ ‘শুকনো মুরগি’। অনেকে তো এজ শেমিং করতেও ছাড়লেন না অভিনেত্রীকে। (ছবি-ইনস্টাগ্রাম)
4/7উদয়পুরে চলছে ‘সওল ফেস্টিভ্যাল’, সেখানেই হাজির হয়েছেন যশ-নুসরত। গোলাপি রঙা টু-পিসে মনের মানুষের সঙ্গে সবুজ মাঠে গালিচা বিছিয়ে শুয়ে রয়েছেন। তো কখনও অনুষ্ঠানের ফাঁকে গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছেন।
5/7চর্চায় থাকতে ভালোবাসেন নুসরত জাহান। টলিপাড়ার এই স্পষ্টবক্তা নায়িকা জীবন বাঁচেন নিজের শর্তে। স্বল্প পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিয়ো পোস্ট করে হামেশাই বিতর্ক উস্কে দেন নুসরত। কিন্তু তাতে থোড়াই কেয়ার! ভালোবাসার মানুষের সঙ্গে নিজের মতো সময় কাটাচ্ছেন তিনি।
6/7জয়পুরে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন যশরত। সোশ্যাল মিডিয়ার আড়ালেই ছেলেকে বড় করে তুলছেন নুসরত। দেখতে দেখতে দেড় বছর বয়স হল ইশানের।
7/7স্বামী যশ দাশগুপ্ত এবং ছেলেকে নিয়ে সুন্দর করে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন নুসরত। পাশাপাশি কাজও সামলাচ্ছেন। আগামিতে শিকার ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন যশ, ছবিতে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্তও। (ছবি ইনস্টাগ্রাম)