নাম আভেরি সিংহ রায়। ছোটপর্দার দৌলতে বেশ পরিচিত মুখ আভেরি। জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’তে রোহিতের কাকিমার ভূমিকায় অভিনয় করছেন আভেরি। ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন একাধিক ওয়েব সিরিজেও। তবে এবার বড় পর্দাতেও পা রেখে ফেলেছেন অভিনেত্রী। আর বড়পর্দায় কাজ করার স্বপ্ন কমবেশি সব অভিনেত্রীরই থাকে। আভেরিও তার ব্যতিক্রম নন। আর এবার উইনডোজ প্রোডাকশনের 'আমার বস' ছবির হাত ধরেই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর।
তবে এই স্বপ্ন শুধু তাঁরই নয়, তাঁর মা পাপিয়া সিংহ রায়েরও। ২১ মার্চ, শুক্রবারই সামনে এসেছে ‘আমার বস’ ছবিতে ‘পায়েল অধিকারি’র চরিত্রে আভেরি-র লুক। উইনডোজ প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া পেজে সেই লুক পোস্ট হওয়া পরই আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।
মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি আবেগঘন পোস্ট করেন অভিনেত্রী। আভেরি লেখেন, ‘জীবনে অনেক ইচ্ছে থাকে। ইচ্ছে পুরণ হলে মনে হয় যেন সত্যি সত্যিই পাহাড় সমুদ্র পেয়ে গেছি। ইচ্ছে- ছবিটি দেখার পর থেকেই মা বলতো তোকে যে কবে দেখবো Windows এর সিনেমা করতে…, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর direction এ অভিনয় করতে...। দেখো মা! এমনই কিছু ঘটেছে! শুধু তাই নয় রাখিজির সাথে screen ও share করেছে তোমার মেয়ে।’
আভেরির কথায়, ‘আজ আমার boss- আমার কাছে সিনেমার চেয়ে অনেক বেশি কিছু। কারণ এই কাজ আমার Boss এর ইচ্ছে পুরণ করেছে। আমার Boss এতে এক পাহাড়- সমুদ্র খুশি! আর boss খুশি, মানে আমার promotion তো পাক্কা!’
সবশেষে পরিচালক, প্রযোজকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিনেত্রী। লেখেন, ‘Thank you Shibu da, Nandita di, Zinia di, Dipayan, Aritra da and my lovely sisters and brothers... । আসছে আমার BOSS বড় পর্দায় আগামী ৯-ই মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। ভালোবাসা জানাবেন আমাদের সকলকে।’
প্রসঙ্গত, ২০ মার্চ প্রকাশ্যে এসেছিল 'অদিতি'র চরিত্রে শ্রুতির লুক। 'আমার বস' আভেরির মতো শ্রুতির প্রথম ছবি। বৃহস্পতিবার লুক প্রকাশ্যে আসার পর আবেগতাড়িত হয়ে পড়েছিলেন শ্রুতিও। লম্বা পোস্টে লিখেছিলেন ছোট শহর থেকে কলকাতায় এসে অভিনয় দুনিয়ায় ধীরে ধীরে কীভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করার কথা, স্বপ্নপূরণের কথা।
ঘটনাচক্রে আভেরি ও শ্রুতি দুজনেই বর্ধমানের মেয়ে। তবে আভেরির বাড়ি খোদ বর্ধমানেই। আর শ্রুতির কাটোয়াতে। 'আমার বস'-এর হাত ধরেই বর্ধমানের এই দুই মেয়েরই স্বপ্নপূরণ হল।