এবার দর্শকদের কটাক্ষের মুখে ফুলকি ধারাবাহিক। TRP লিস্টে দ্বিতীয় স্থানে থাকলেও চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনতেই সেটা দেখে হেসে কূলকিনারা পাচ্ছেন না দর্শকরা। কিন্তু কী দেখানো হয়েছে এই নতুন প্রোমোতে?
আরও পড়ুন: 'মোটা থাই' নিয়ে সুইমিং স্যুট! ট্রোল্ড হতেই স্বস্তিকা বললেন, 'ভালো মায়েরা তো নাইটির উপর...'
আরও পড়ুন: 'নাচ না পিটি করছে?' রিসেপশনে সোনাক্ষী - জাহির নন, বিটকেল কায়দায় নেচে নজর কাড়লেন কে?
ফুলকি ধারাবাহিকের নতুন প্রোমো
ফুলকি ধারাবাহিকের যে নতুন প্রোমোটি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে তুমুল বৃষ্টিতে চারিদিক ভেসে গিয়েছে। বন্যায় কোনও মতে একটি গাছকে কেন্দ্র করে আটকে আছে রোহিত। আর সে তার দু হাত দিয়ে ধরে আছে তার দুই স্ত্রী, থুড়ি প্রাক্তন স্ত্রী এবং বর্তমান স্ত্রীকে। অবস্থা দেখে ফুলকি বুঝতে পারে এভাবে থাকলে রোহিতের মৃত্যু অবশ্যম্ভাবী। তাই বরকে বাঁচাতে নায়িকা ইচ্ছে করেই স্বামীর হাত ছেড়ে দেয়। চিৎকার করে রোহিত। এটা দেখেই ভারী মজা পেয়েছেন দর্শকরা।
ফুলকি ধারাবাহিকের এই প্রোমো দেখে কেউ বলেছেন এটার সঙ্গে নাকি আলতা ফড়িং ধারাবাহিকের একটি সিনের মিল আছে। কেউ আবার বন্যায় এভাবে কী করে খালি একটা গাছই দাঁড়িয়ে রইল বাকি সব ভেসে গেল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এত দিনে বুঝলাম বৃষ্টি কেন হচ্ছে না, সব বৃষ্টি ফুলকিতে হচ্ছে, যাতে ফুলকি ভেসে যেতে পারে।' দ্বিতীয়জন লেখেন, 'আমাদের একদিন বৃষ্টি হচ্ছে না আর সিরিয়াল বন্যা হয়ে গেল।' তৃতীয়জন লেখেন 'এবার ফুলকি নতুন জায়গায় গিয়ে উঠবে। জানবে ও গর্ভবতী। ওদিকে রোহিত প্রাক্তন স্ত্রীকে আবার বিয়ে করবে। ফুলকি স্মৃতি ফিরবে যখন আর ফিরবে যখন দেখবে ওর স্যার আবার বিবাহিত।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এরা এরম এডিট করে ক্যান? আলতা ফড়িং ২।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'আলতা ফড়িংকে কপি করে নিল অসাধারণ।'
আরও পড়ুন: শ্যুটিং থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভিভান! এখন কেমন আছেন কৃষ্ণকলি খ্যাত অভিনেতা?
ফুলকি ধারাবাহিক প্রসঙ্গে
ফুলকি ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন অভিষেক বসু এবং দিব্যানি মন্ডল।