কিছুদিন আগেই অলিম্পিক্সের বক্সিংয়ের একটি ম্যাচকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। ইমান খেলিফ নাকি একজন রূপান্তরকামী বক্সার, তাঁর মহিলা বক্সিং বিভাগে খেলা উচিত হয়নি বলে দাবি করতে থাকেন অনেকে। যদিও পরে সত্যতা জানা যায়। কিন্তু এসব বিতর্কের মাঝেই ভাইরাল হয়ে যায় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির একটি পুরোনো পর্বের ক্লিপ। সেখানেই নাকি আগে এমনটা দেখানো হয়েছিল।
কী লেখা হয়েছে?
এখানে ফুলকির একটি দৃশ্যের সঙ্গে অ্যাঞ্জেলা এবং ইমানের ছবি মার্জ করে পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, 'জি বাংলা আগেই এটা করে দেখিয়েছে।' আর ভিডিয়োতে দেখা যাচ্ছে শালিনী ফুলকিকে হারানোর ষড়যন্ত্র করে এক পুরুষকে মহিলা সাজিয়ে বক্সিং রিংয়ে ঢুকিয়েছে। কিন্তু তাও সেখানে ফুলকির জয় হয়।
এই ভিডিয়ো ভারী মজা পেয়েছেন নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'ড্রেসের রঙটা শুধু ওলটপালট।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘একেবারেই তাই।’
কী ঘটেছিল অলিম্পিক্সে?
DSD যুক্ত মহিলার সঙ্গে একজন সাধারণ মহিলার ম্যাচ! ইতালির অ্যাঞ্জেলা কারিনির সঙ্গে ইমান খেলিফের ম্যাচের নিন্দেয় সরব হয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত এর আগে ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ইমানকে বাতিল করে দেওয়া হয়েছিল তাঁর জেন্ডার ইলিজিবিলিটি টেস্টের পর। তারপরও তিনি কীভাবে আবার প্যারিস অলিম্পিক্সে যোগ দিলেন এবং খেলছেন সেটা নিয়েও উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: OTT, অনলাইন খবরেও এবার লাগাম পরানো হবে! নতুন ব্রডকাস্টিং বিলের ড্রাফট ঘিরে বাড়ছে উদ্বেগ - জটিলতা
ইমান খেলিফ আসলে কে?
ইমান খেলিফ হলেন অ্যালজেরিয়ান বক্সার, সাঁর DSD আছে। DSD যুক্ত মহিলা তাঁদেরই বলা হয় যাঁদের শরীরে XY ক্রোমোজোম থাকে। পুরুষদের সমান টেস্টারন লেভেল থেকে। যদিও এঁদের মহিলা হিসেবেই বড় করে তোলা হয়ে থাকে।