বাংলা নিউজ > বায়োস্কোপ > Govinda: ভাইরাল গোবিন্দার পা থেকে বুলেট টেনে বের করার ছবি! এখন কেমন আছেন?

Govinda: ভাইরাল গোবিন্দার পা থেকে বুলেট টেনে বের করার ছবি! এখন কেমন আছেন?

ভাইরাল গোবিন্দার পা থেকে বুলেট টেনে বের করার ছবি!

Govinda: মঙ্গলবার নিজের বাড়িতে নিজের হাতেই গুলিবিদ্ধ হন গোবিন্দা। তাঁরই হাত থেকে বন্দুক পড়ে গিয়ে পায়ে গুলি লাগে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন তাঁর পা থেকে গুলি বের করার সেই ছবি ভাইরাল হল। দেখেছেন?

মঙ্গলবার নিজের বাড়িতে নিজের হাতেই গুলিবিদ্ধ হন গোবিন্দা। তাঁরই হাত থেকে বন্দুক পড়ে গিয়ে পায়ে গুলি লাগে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন তাঁর পা থেকে গুলি বের করার সেই ছবি ভাইরাল হল।

আরও পড়ুন: 'জয়া জি-কে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো?' KBC -তে এসেই অমিতাভকে গুগলি আমিরের! জবাবে কী বললেন বিগ বি?

আরও পড়ুন: মসজিদের মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণজ্যোতির! লিখলেন, 'দুর্গাপুজোর মণ্ডপে যদি...'

কী দেখা যাচ্ছে ছবিতে?

একাধিক সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এদিন একটি রক্ত মাখা ৯ এমএম বুলেটের ছবি দেখা যাচ্ছে। সেই ছবির সঙ্গে দাবি করা হচ্ছে এটা নাকি সেই বুলেট যেটা অভিনেতার পা থেকে বের করা হয়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো ছবিটা তখনই ভাইরাল হয়েছে যখন চিকিৎসকদের তরফে জানানো হয়েছে অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল। যদিও ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের সিটি হাসপাতালে ভর্তি করানো হয় গুলি লাগার পর। তৎক্ষণাৎ তাঁর অপারেশন করা হয় গুলি বের করার জন্য।

হাসপাতালে তরফে কী বলা হয়েছে?

পায়ে গুলি লাগার পর গোবিন্দাকে মঙ্গলবারই মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এদিন তারপর হাসপাতালের তরফে অভিনেতার হেলথ আপডেট দেওয়া হল। তাঁর চিকিৎসক ডক্টর আগরওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন বর্তমানে গোবিন্দার অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। তবে অভিনেতার পায়ে ৮ থেকে ১০ টা মতো সেলাই পড়েছে। কবে ছাড়া হবে তাঁকে? এই প্রশ্নের জবাবে চিকিৎসক জানিয়েছেন, 'আমার মনে হয় বড় জোর দুদিন। তার মধ্যেই ছেড়ে দেওয়া হবে।' জানা গিয়েছে হাঁটুর থেকে ঠিক দুই ইঞ্চি নিচে গুলি লেগেছে অভিনেতার পায়ে।

আরও পড়ুন: সা রে গা মা পা -র মঞ্চে স্বপ্নপূরণ অহনার! আরাত্রিকার সঙ্গে পারফর্ম করে জাভেদ - অন্তরাদের মন জয় ব্লাইন্ড স্কুলের ছাত্রীর

আরও পড়ুন: 'মর্ত্যের অসুর বিনাশ করো ...' দুর্গার কাছে আর্জি শ্রুতির, দেবীপক্ষে 'পক্ষপাতহীন' বিচারের দাবি মীর - স্বস্তিকাদের

অভিনেতার ভাই কী জানিয়েছিলেন?

অভিনেতার ভাই কীর্তি কুমার তাঁকে মঙ্গলবার দেখতে এসেছিলেন। তিনি ভাইয়ের আপডেট দিয়ে জানিয়েছেন, 'ও যদি ঠিক থাকে তাহলে আজকেই ওকে বাড়ি বিয়ে চলে যাব। আমরা খুবই আশাবাদী ওর দ্রুত সুস্থ হয়ে ওঠা নিয়ে। গুলিটা ওর পায়ের বুড়ো আঙুলে লেগেছেন ও যাচ্ছিল তখনই হাত থেকে বন্দুক পরে পায়ে গুলি লাগে।'

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.