বাংলা নিউজ > বায়োস্কোপ > Aryan Khan: মাদক মামলায় আরিয়ান বেকসুর কেন? জনস্বার্থ মামলা আইনজীবীর, পালটা ধমক দিল হাই কোর্ট

Aryan Khan: মাদক মামলায় আরিয়ান বেকসুর কেন? জনস্বার্থ মামলা আইনজীবীর, পালটা ধমক দিল হাই কোর্ট

 আরিয়ান খান। (HT_PRINT)

Aryan Khan: গত বছর অক্টোহর মাসে এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র। যদিও মাস কয়েকের মধ্যেই কেন্দ্রীয় সংস্থা ‘ক্লিনচিট’ দেয় এই স্টারকিডকে। 

চলতি বছর মে মাসে মাদক মালায় এনসিবি-র তরফে ক্লিনচিট পেয়েছেন আরিয়ান খান। তারপর থেকে বড় স্বস্তিতে শাহরুখ খানের পরিবার। আরিয়ানের জীবনে এখন মাদক বিতর্ক অতীত। নিজের মতো করে কেরিয়ার গুছোচ্ছেন শাহরুখ পুত্র। শীঘ্রই পরিচালক হিসাবে বলিউডে পা রাখতে চলেছেন, পাশাপাশি মদের ব্যবসায় নাম লিখিয়েছেন আরিয়ান। এইসবের মাঝেই আমচকা চর্চায় কর্ডেলিয়া ক্রুজ ড্রাগ মামলা। যে মামলায় ২০২১ সালের অক্টোবর মাসে এনসিবির হাতে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। 

আসলে বম্বে হাইকোর্টে আরিয়ান খানকে নিয়ে দায়ের করা হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সেই পিটিশনে এক আইনজীবী এনসিবির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জানতে চান, কীসের ভিত্তিতে এই মামলায় আরিয়ানকে বেসকুর খালাস দেওয়া হল? এই মামলার শুনানিতে বিচারপতি এসভি গঙ্গাপুরওয়ালা চরম ভর্ৎসনা করেন ওই আইনজীবীকে। এই আবেদনকে ‘প্রচারের আলোয় আসার চেষ্টা’ বলে উল্লেখ করেন। কীসের ভিত্তিতে এই ধরণের পিটিশন দাখিল করা হয়েছে? কী প্রমাণ রয়েছে? পালটা প্রশ্ন করেন বিচারপতি। 

এখানেই শেষ নয়, আবেদনকারীর উদ্দেশে বিচারপতি এসভি গঙ্গাপুরওয়ালার প্রশ্ন ছিল, ‘আপনি বলুন কীভাবে এই মামলার সঙ্গে আপনার স্বার্থ জড়িত? জনগণেরই বা কী স্বার্থ রয়েছে এই মামলা? তা না হলে আপনার বিরুদ্ধে কড়া জরিমানা আরোপ করা হবে’। এই কথা শুনেই তড়িঘড়ি নিজের আবেদন খারিজ করে নেন ওই আইনজীবী। 

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়ে বসে গোটা দেশ। প্রায় এক মাসের টানাপোড়েনর পর বম্বে হাইকোর্ট জামিন দেয় আরিয়ানকে। পরে চলতি বছর মে মাসে এনসিবির বিশেষ তদন্তকারী দল জানায়, শাহরুখ খান পুত্রের বিরুদ্ধে এই মামালয় উপযুক্ত তথ্যপ্রমাণ নেই। এই মামলার তদন্ত নিয়ে বারবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এনসিবির তৎকালীন জোনাল চিফ সমীর ওয়াংখেড়ে-সহ একাধিক অফিসারকে। গত অক্টোবর মাসে একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসে। যেখানে বলা হয়েছিল আরিয়ান ড্রাগ কেসে এজেন্সির সাত থেকে আটজন অফিসারের আচরণ ‘সন্দেহজনক'। এত বিতর্কের মাঝেই ফের আরিয়ানকে কাঠগড়ায় তোলবার ব্যর্থ চেষ্টা করে বিতর্কে জড়ালেন আইনজীবী। 

শীঘ্রই শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিসের একটি ছবি পরিচালনা করবেন আরিয়ান। পাশাপাশি একটি প্রিমিয়াম ভদকা ব্র্যান্ড চালু করার পরিকল্পনা করছেন তিনি।

বন্ধ করুন