মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাওড়া আন্দুলের বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এর আগেও দু'বার ক্যানসার জয় করেছেন ঐন্দ্রিলা। ব্রেন স্ট্রোকের পরই কোমায় রয়েছেন তিনি।
ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছে গোটা টলিউড, ভক্তরা এবং শুভানুধ্যায়ীরা। বছর ২৪-এর অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে মন খারাপ অভিনেতা গৌরব রায়চৌধুরীর। ঐন্দ্রিলার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা পোস্ট করলেন নেটমাধ্যমে। সহকর্মীর সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করলেন 'পিলু'র নায়ক।
আরও পড়ুন: মার্কেট গরম বলি নায়িকার, বান্দ্রায় ৬৫ কোটির বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন জাহ্নবী
ফেসবুকে ঐন্দ্রিলার একটি ছবি পোস্ট করেন গৌরব। এরপরই দীর্ঘ পোস্টে লেখেন, ‘আমি তখনও শয্যাশায়ী। হাসপাতালে। সার্জারি হওয়ার পরর দিন আমি অনেক কষ্টে উঠে আস্তে আস্তে খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলাম। হাতে ব্লাডের একটা বোতলের মতো কিছু নিয়ে। হঠাৎ দরজা খুলে দেখলাম ঐন্দ্রিলাকে। ওর সঙ্গে আলাপ ছিল না। ও নিজেই এসেছিল আলাপ করতে। বলল, শুনলাম তোমার সার্জারি হয়েছে এখানে ভর্তি। ওই দিন এই মেয়েটির প্রতি এতটা স্নেহ আর সম্মান বেড়ে গেল ভিতর থেকে সত্যিই আজও জানি না।’
অভিনেতা আরও লেখেন, 'ও অনেক বার অসুস্থ হয়েছিল তার আগে। ওর পরিবার, সব্যসাচী, সবাই হয়তো আছে। কিন্তু আজ হঠাৎ শুনলাম অসুস্থ। মন থেকে চাই তুমি সুস্থ হয়ে ওঠো। আর এত ভাল মেয়েটা বারবার অসুস্থ হচ্ছে, এটা বোধহয় উপরে যিনি আছেন, গল্প লিখছেন, তার কাছেই আমার প্রশ্ন রইল, এতটাও নিষ্ঠুর নাই বা হলে আর। তুমি সুস্থ হয়ে ওঠো। তোমার পাশে আমি আছি, আমরা সবাই আছি ঐন্দ্রিলা। সবসময়ে প্রার্থনা করে যাব তোমার জন্য।'
উল্লেখ্য, কনুইতে একটি বোন টিউমার ধরা পড়েছিল গৌরবের। প্রচণ্ড যন্ত্রণা অনুভূত হত এর কারণে। অবশেষে চিকিৎসকের পরামর্শ নিয়ে গত বছর অস্ত্রোপচার করান। অস্ত্রোপচার করে টিউমারটি বের করা হয় শরীর থেকে। সেই সময়ই হাসপাতালে থাকাকালীন ঐন্দ্রিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। এখন সম্পূর্ণ সুস্থ আছেন 'পিলু'র নায়ক।