ফের বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক। ভাইফোঁটার ঠিক আগের দিনই লক্ষ্মী এসেছে মল্লিক-চট্টরাজ পরিবারে। কাঞ্চনের ছেলের ওশ-এর বোন এসেছে। আর শ্রীময়ীকে বিয়ে ১০ মাসের মধ্যেই এই সুখবর জানিয়েছেন কাঞ্চন মল্লিক। প্রাক্তন স্বামীর বাবা হওয়ার খবরে ঠিক কী বলছেন পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়?
এবিষয়ে টিভি৯ বাংলাকে পিঙ্কি জানান, ‘আমি খুশি। গোটা পরিবারকে অনেক শুভেচ্ছা। মা ও মেয়ে দুজনেই যেন সুস্থ থাকে।’ তবে তাঁর আর কাঞ্চনের আগের বিয়ে ও সম্পর্ক থেকে একটা ছেলেও রয়েছে। একথায় পিঙ্কির সাফ জবাব, এই খবর ওশের উপর কোনওভাবেই প্রভাব ফেলবে না।
এদিকে ২য়বার পিতৃত্বের স্বাদ পেয়ে আনন্দে আত্মহারা কাঞ্চন মল্লিক। তিনি বলেন, ‘ভেবেছিলাম মা ও বাচ্চা সুস্থ হওয়ার পর আমি নিজেই মিডিয়াকে খবরটা দেব। আমার কেমন নিজেকে লো-বাজেটের শাহরুখ খান মনে হচ্ছে। আমার পিছনে কী সারাক্ষণ পাপারাৎজি থাকে? জানি না। শ্রীময়ী মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিল, তবে এখন মা-মেয়ে একদম সুস্থ আছে।’
এদিকে শনিবার সকাল পর্যন্ত কাউকে ক্ষুণাক্ষরেও কিচ্ছুটি বলেননি শ্রীময়ী। এবিষয়ে তৃণমূল বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন, ‘আমিই আসলে খবরটা কাউকে জানাতে শ্রীময়ীকে বারণ করেছিলাম। জানি না কীভাবে খবরটা ফাঁস হয়ে গেল। শুধু বলব, আমার ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে’।
আরও পড়ুন-জাঁকজমক নয়, একান্তে স্ত্রী গৌরী ও মেয়ের সঙ্গেই জন্মদিনের কেক কাটলেন শাহরুখ, সুহানা লিখলেন…
আরও পড়ুন-সারাদিন মেয়ে 'দুয়া' ঠিক কী কী করে, এবার ভিডিয়ো দিয়ে খোলসা করলেন দীপিকা
আরও পড়ুন-ড্রয়িংরুমে ঢুকে পড়ল চিতাবাঘ! ‘কোন গোপনে মন ভেসেছে’র প্রোমোতে হাসির রোল, নেটপাড়া বলছে…
কাঞ্চন মল্লিক আরও জানান, তিনি আর শ্রীময়ী মেয়ের নাম রেখেছেন কৃশবি। জানান, OT-র সময় তিনি শ্রীময়ীর পাশে ছিলেন। তিনি ভীষণই খুশি। জানান, তাঁর বাড়িতে কালীপুজো, অন্নকূট সবই হয়। আর এবার মা লক্ষ্মী ঘরে এসেছে বলেই অনুভূতি তাঁর। বাবা কাঞ্চনের আবেদন, সকলেই যেন তাঁদের মেয়ের জন্য প্রার্থনা করেন। এদিকে সোশ্যাল মিডিয়াতেও মিস্টার অ্যান্ড মিসেস মল্লিক জানান, ‘এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত। আমরা এখন তিন জনের পরিবার….আমাদের মেয়ে কৃশবিকে আর্শীবাদ করবেন’। কাঞ্চনের পোস্টে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে পিঙ্কির সঙ্গে আইনত পাকাপাকি ভাবে আলাদা হওয়ার পরই ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে চুপচাপ আইনি বিয়েটা সেরে ফেলেন কাঞ্চন-শ্রীময়ী। এরপর মার্চে ধুমধাম করে কাঞ্চন-শ্রীময়ী সামাজিক বিয়েটা সেরে ফেলেন।