দুই সন্তানের বাবা কাঞ্চন। যদিও ছেলে ওশ এখন প্রাক্তন স্ত্রী পিঙ্কির সঙ্গেই থাকে। তাই আপাতত সদ্যোজাত কন্যা কৃষভিকে নিয়েই কাটছে কাঞ্চনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাঞ্চন পুত্র ওশ-কে নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজ। লোকে একসময় তাঁকে যতই ঘরভাঙানি বলে গালমন্দ করুক না কেন, ওশ-কে সম্প্রতি ‘সন্তানসম’ বলেই মন্তব্য করেছেন শ্রীময়ী।
সাক্ষাৎকারে স্বামীর আগের পক্ষের সন্তানকে নিয়ে শ্রীময়ী বলেন, ‘আমি হয়তো ওকে গর্ভে ধারণ করিনি। কিন্তু ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা, ওশ-ও তাই।’ আর এবার তাঁর এই মন্তব্য নিয়েই মুখ খুললেন কাঞ্চনের প্রাক্তন পিঙ্কি। ঠিক কী বলেছেন পিঙ্কি বন্দ্য়োপাধ্যায়?
শ্রীময়ীর কথা প্রসঙ্গে আনন্দবাজারকে পিঙ্কি বলেন, ‘ধন্যবাদ ওঁর (শ্রীময়ী) মহান উক্তির জন্য। তবে ওশ বাবাকে মিস করে না। আমরা চাই ওঁরা ভালো থাকুন। যতটা ভালো থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি, যা হয়েছে ভালো হয়েছে।’
আরও পড়ুন-এলিফ্যান্ট সেজে ১ম বার স্কুলের অনুষ্ঠানে স্টেজে নাটক করছে ছোট্ট জেহ, কী করলেন করিনা?
প্রসঙ্গত, বর্তমানে কাঞ্চন-পিঙ্কির ছেলে ওশ এখন ১০ বছরের। তাই সোশ্যাল মিডিয়া খুললেই বাবা ও তাঁর বর্তমান স্ত্রী শ্রীময়ী এবং তাঁদের মেয়েকে নিয়ে আলোচনা চোখে পড়বে সেটাই স্বাভাবিক। সেবিষয়গুলি কীভাবে সামাল দেন পিঙ্কি? এপ্রসঙ্গে তাঁর বক্তব্য সন্তান মানুষ করার বিষয়টাই তপস্যার মতো। তিনি বিশ্বাস করেন গাছের ফল বলে দেয়, তাঁকে কীভাবে মানুষ করা হয়েছে। আর পিঙ্কির কথা ফোনে দেখার মতো অনেক জিনিস রয়েছে, তাই গসিপ-জঞ্জাল দেখার মতো সময় তাঁর বাচ্চার নেই।
প্রসঙ্গত, সম্প্রতি ওশকে শুধু সন্তানসম বলাই নয়, শ্রীময়ী এও জানিয়েছিলেন, ওশ যদি কোনওদিনই কাঞ্চনের সঙ্গে এসে থাকতেও চান তবে তিনি কখনও তৃতীয় ব্যক্তি হয়ে বাধা দেবেন না। তাঁদের বাড়ির দরজা ওশের জন্য সবসময় খোলা সঙ্গে এও জানান, কাঞ্চন সব সময়ই ছেলে ওশকে মিস করে। যদিও এবিষয়ে পিঙ্কির জবাব, ভবিষ্য়ৎতে কী হবে তা সময়ই উত্তর দেবে।