মঙ্গলবার রাতে সকলকে বেশ চমকে দেন শ্রীময়ী চট্টোরাজ। বেবিবাম্পে ফোটোশ্যুটের ছবি শেয়ার করে চোখ কপালে তোলেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। সাদা-কালো সেই ছবি সত্যি চমকে দেওয়ার মতো। বলিউড তারকাদের পথে হেঁটে উন্মুক্ত বেবিবাম্পের ছবি ফোটোশ্যুট করেন তিনি মেটারনিটিতে। এদিকে ঠিক তারপরের দিনই, বুধবার সকালে সাদা-কালো সাজে ধরা পড়লেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও।
শ্রীময়ীর শেয়ার করা ছবিতে দেখা যায়, মেটারনিটি ফোটোশ্যুটের জন্য তিনি বেছে নিয়েছিলেন সিল্কের টু পিস পোশাক। স্ফীতোদর আগলে রয়েছেন দু হাত দিয়ে। দু পাশে বেণী বাঁধা। রেট্রো লুকের সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি জীবনে অনেক কিছুর জন্যই গর্বিত। কিন্তু মাতৃত্বের সামনে সবকিছু ফিকে’।
দেখুন-
আর সকালে পিঙ্কি নিজের যে সেলফিটি শেয়ার করেছেন, সেটাও বেশ অন্যরকম। গায়ে সাদা রঙের কাঁধখোলা গাউন। গলায় কালোর উপর গ্রে প্রিন্টের স্কার্ফ। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। কানে গোঁজা কাঠগোলাপ। এই ছবির ব্যাকগ্রাউন্ডে নিজেরই গলার আওয়াজ ব্যবহার করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘এটা কখনো শুধু হৃদয় ছোঁয়া নয়, এটা হল নিজের অন্তরাত্মা ছুঁয়ে যাওয়া’। আর ক্যাপশনে লিখলেন, ‘আত্মকেন্দ্রিক ও আত্মানুরাগের মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে’।
২০২৪ সালের জানুয়ারি মাসে ডিভোর্স সম্পন্ন হয় কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। ২০২১ সালে করোনা লকডাউনের সময়তেই যদিও তাঁদের সমস্যার কথা আসে সামনে। এরপর ডিভোর্সের মামলা ও পরে ৫৬ লাখ টাকা খোরপোশ দিয়ে আইনি ভাবে রাস্তা আলাদা হয় দুজনের। আর ১ মাস পরেই, কাঞ্চন বিয়ে করেন শ্রীময়ীকে। একেবারে ভ্যালেন্টাইন্স ডে-র দিন হয় রেজিস্ট্রি। তারপর মার্চে আনুষ্ঠানিক বিয়ে।
আরও পড়ুন: সৎ বাবার মৃত্যুর পর কাজে ফেরা, মানসিক স্বাস্থ্য নিয়ে কী বার্তা দিলেন মালাইকা?
বিয়ের সাড়ে ৮ মাসেই মা হন শ্রীময়ী। কাওকে ঘুণাক্ষরে জানতে দেননি তাঁরা সুখবর। এমনকী, বেবিবাম্প নিয়েই কাজ করে গিয়েছেন কাঞ্চন পত্নী। এমনকী, তাঁরা মধুচন্দ্রিমাতেও যান যখন শ্রীময়ী সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি সংবাদমাধ্যমকে শ্রীময়ী জানিয়েছেন, ২৫ মার্চ গুড নিউজ পেয়েছিলেন তিনি। অর্থাৎ সামাজিক বিয়ের ঠিক ২৩ দিনের মাথায়।
আরও পড়ুন: একসঙ্গেই থাকেন সবসময়! সুকান্তর সঙ্গে বাগদানের খবর দিল অনন্যা, বয়স কত এখন
তবে এত জলদি গর্ভে সন্তান এলেও, প্রেগন্যান্সি একেবারেই আনপ্ল্যানড নয় তাঁদের। শ্রীময়ী বলেন, ‘আমি সম্পর্কের শুরু থেকেই কাঞ্চনকে বলেছিলাম মা হতে চাই। একসঙ্গে তো আমরা অনেক সময় কাটিয়েছি। এবার তিনজনে মিলে সময় কাটাব।’