সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিয়েছে কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের ছেলে ওশ। বাবা-মার বিচ্ছেদের পর, যেভাবে সে এই ছোট্ট বয়সে সবটা সামলে নিয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। পিঙ্কির মুখেই শোনা গিয়েছে, যখন তিনি ছেলেকে গিয়ে জানিয়েছিলেন, কাঞ্চন তাঁকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন, তখন মাকে উপমা দিয়ে বুঝিয়েছিল, প্রয়োজনে কীভাবে শরীর থেকে অতিরিক্ত অঙ্গ অ্য়াপেন্ডিক্স সরিয়ে দিতে হয়। তবে তাতে জীবনধারণে কোনো সমস্যা হয় না!
আপাতত কাঞ্চন বড়ই ব্যস্ত তাঁর নতুন পরিবারকে নিয়ে। ফেব্রুয়ারে মাসে আইনি বিয়ে করেন তিনি ও শ্রীময়ী চট্টোরাজ। আর নভেম্বরেই কোল এসেছে মেয়ে কৃষভি। স্বভাবতই মা-মেয়ের খেয়াল রাখাতেই বেশিরভাগ সময় কাটছে তাঁর। এছাড়া অভিনয়, নিজের বিধায়কের দায়িত্ব তো রয়েইছে। তাঁর নতুন পরিবারের ছবি বরাবরই উঠে আসে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিত। সঙ্গে একমাত্র ছেলের সঙ্গে যে বাবার যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে বিগত কয়েকবছরে, সেটাও বুঝতে সমস্যা হয় না।
তবে ওশ ভালো আছে নিজের মতো করে। মায়ের যত্ন, দেখভাল, ভালোবাসায় মুড়ে আছে সে। সম্প্রতিই পিঙ্কি বন্দ্যোপাধ্যায় সন্তানের একটা ভিডিয়ো শেয়ার করলেন, যেখানে ওশের মুখের সরল হাসি মন ভালো করে দিতে বাধ্য। দেখা গেল, ফুলের পাঁপড়ি উড়িয়ে দিচ্ছে সে ফুঁ দিয়ে। এই ভিডিয়োর ব্যাতগ্রাউন্ডে পিঙ্কিকে বলতে শোনা যাচ্ছে, ‘শৈশবের আনন্দ প্রকৃতির সারল্যের মধ্যে। একবার শুধু খুঁজে দেখুন।’
আরও পড়ুন: ‘কখনও কোনও একটা কারণে সম্পর্ক ভাঙে না…’! অনুপমকে ডিভোর্স, ‘২ বাচ্চার মা’ ট্রোল, মুখ খুললেন পিয়া
তবে ছেলের সঙ্গে এখন আর যোগাযোগ না থাকলেও, ওশ বা কৃষভিকে নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রোলে, সোচ্চার হয়েছেন কাঞ্চন মল্লিক। তাঁকে অনুরোধ করতে দেখা গিয়েছে, যেন একটা কিশোর আর আরেকটি সদ্যোজাত বাচ্চাকে নিয়ে ভুলভাল মন্তব্য না করে সোশ্যাল মিডিয়া।
আরও পড়ু: মুফাসা-র পোস্টারে কেন বোল্ডে লেখা হল আরিয়ান-আব্রামের নাম? প্রশ্ন তুললেন অভিনেতা
কৃষভির জন্মের পর পিঙ্কি সংবাদমাধ্যমে জানান, বাবার দ্বিতীয় সন্তান জন্মের খবর, কোনোভাবেই প্রভাব ফেলেনি ওশের উপর। তাঁরা মা-ছেলে নিজেদের মতো করে ভালো আছেন। যদিও নতুন মা ও সদ্যোজাতকে শুভেচ্ছা জানাতে ভোলেনি কাঞ্চনের দ্বিতীয় পক্ষ।