শ্রীময়ীতে ঘর বেঁধেছেন কাঞ্চন। ছাদ আলাদা হয়েছিল আগেই। এখন কাগজে কলমেও আলাদা আলাদা কাঞ্চন-পিঙ্কি। গত মাসেই ডিভোর্স চূড়ান্ত হয়েছে দুজনের। আর প্রেম দিবসেই শ্রীময়ীকে বিয়ে করেছেন ৫৩ বছরের কাঞ্চন। হাঁটুর বয়সী শ্রীময়ীর সাথে কাঞ্চনের বিয়ে নিয়ে চারিদিকে চর্চা, এর মাঝেই নিজের মতো করে জীবন গোছাতে ব্যস্ত পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-'ওশ বাবাকে ক্ষমা করে দিয়েছে', কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে বিস্ফোরক প্রাক্তন স্ত্রী
ভালোবেসে ডিভোর্সি কাঞ্চনের হাত ধরেছিলেন তিনিও। কিন্তু সেই সংসার সুখের হয়নি। কাঞ্চন-পিঙ্কির বয়সের ফারাকও কম নয়। জানা যায়, বয়সে পিঙ্কির চেয়ে ১০ বছরের বড় তৃণমূল বিধায়ক। সম্পর্কের ভাঙা-গড়া অনেক সময়ই মানুষের এক্তিয়ারে থাকে ন। তবুও মেনে নিতে নয়। কিন্তু শিক্ষিত সমাজে আজও নানা ট্যাবু আছে। কাঞ্চনের তৃতীয় বিয়ের মাঝেও সোশ্যালে বেজায় অ্যাক্টিভ পিঙ্কি।
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে এক নেটিজেনের পিঙ্কিকে খোঁচা দিয়ে লেখেন, ‘এই বয়সে ডিভোর্সি হয়ে কেমন লাগছে?’ চাইলেই পিঙ্কি এই মন্তব্য এড়িয়ে যেতে পারতেন। কিন্তু তিনি চুপ থাকেননি। সোজাসুজি জানান, ‘নিজের সাথে বা নিজের জীবনের সাথে বা নিজের ছেলের সাথে তো ডিভোর্স হয়নি তো!!! তাই খুব ভালো আছি’।

পিঙ্কির কড়া জবাব
পিঙ্কির এমন প্রাণখোলা জবাবে মুগ্ধ সকলে। কাঞ্চন ও পিঙ্কির একমাত্র পুত্র ওশ। তাঁকে ঘিরেই এখন অভিনেত্রীর গোটা জগত। কাজের বাইরে ছেলে আর ঠাকুমা সাবিত্রীর সঙ্গেই কাটে পিঙ্কির সময়।
এই জবাব পেয়ে নিজের ভুল বুঝতে পারেন ওই জনৈক। পরে ক্ষমাও চেয়ে নেন, লেখেন- ‘আপনাকে আঘাত করতে চাইনি’। উত্তরে পিঙ্কি জানান, ‘ক্ষমা চাইতে হবে না। আপনারা ভালোবাসেন বলেই তো এখনও মনের জোর হারাইনি। আপনি ভালো থাকবেন’।
জানুয়ারির ১০ তারিখ আদালত কাঞ্চন-পিঙ্কির ডিভোর্সে সিলমোহর দিয়েছে। খোরপোষ বাবদ তারকা বিধায়কের থেকে ৫৬ লক্ষ টাকা পেয়েছেন পিঙ্কি, নিজের মুখেই জানিয়েছেন সে কথা। সঙ্গে যোগ করেছেন, ওই টাকা তাঁর নয়। ছেলে ওশের। ওশের লালন-পালনেই খরচ করবেন।
বছর চারেক আগে যখন কাঞ্চন-শ্রীময়ীর পরকীয়ার কথা পিঙ্কি সামনে আনেন, অস্বীকার করেছিলেন দুজনে। পিঙ্কি জানিয়েছেন, ‘দু’জনকে খুব সাধুবাদ জানাই যে, ফাইনালি তাঁরা সাহস জোগাড় করে বিয়েটা করেছেন’। আপতত মা'কে আগলে রেখেছে ১০ বছরের ওশ। পিঙ্কির কথায়, ‘ওশ বলল যেটা বাস্তব সেটা বাস্তব। আমরা নতুন করে জীবন শুরু করব মা’। তবে বাবার প্রতি কোনও অভিমান বা ঘৃণা নেই ছেলের। কাঞ্চনের প্রাক্তন বললেন, ‘বাবাকে ক্ষমা করে দিয়েছে ওশ।'