দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি ২ নভেম্বর। স্বভাবতই ফের একবার চর্চায় অভিনেতা-তৃণমূল বিধায়ক ও তাঁর ঘনিষ্ঠরা। এমনকী, তাঁর ডিভোর্সি স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ও।
আপাতত অভিনেত্রীর একটি সেলফি চর্চায় রয়েছে। যেখানে তাঁকে পাওয়া গেল কালো পোশাকে। মাথায় ফুল-পাতার একটা মুকুট। বেশ হ্যাপি গো ভাইবস আছে। আর এর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জীবন কোনো রূপকথার গল্প নয়। কিন্তু সব জীবনেই আছে কোনো এক রূপকথা। সেটাকে বিশ্বাস করতে হবে, খুঁজে দেখতে হবে, আর উপভোগ করতে হবে।’
এক নেটিজেন পিঙ্কিকে উদ্দেশ্য করে লিখলেন, ‘সবসময় ভালো থাকো। সুস্থ থাকো। এরকমই শক্ত থাকো।’ আরেকজন কবিতার ছন্দেই লিখলেন, ‘বহুদিন পার হল দেখিনি তার ছায়া, ভালোবাসা কঠিন জিনিস, ভয়ঙ্কর তার মায়া..!’ তৃতীয়জন লেখেন, ‘আমার খুব পছন্দের মানুষ তুমি। ভালো থেকো’। চতুর্থজন লেখেন, ‘তুমি স্বপ্ন পরী’। পঞ্চমজন লেখন, ‘সুন্দর লাগছে, সেক্সি লাগছে’।
টিভির পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন পিঙ্কি একাধিক। প্রজাপতি, চিনি, টনিক, দেখ কেমন লাগে-র মতো সিনেমায় দেখা মিলেছে তাঁর। পাশাপাশি আনবাক্স নামে একটি চ্যানেলও চালান ইউটিউবে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুপ্রেরণামূলক উদ্ধৃতিরও রয়েছে বেশ শক্ত ফ্যানবেস।
আপাতত কাজের পাশাপাশি, ছেলেকে নিয়েই বেশিটা সময় কাটে তাঁর। ২০২৪ সালের শুরুতেই ডিভোর্স হয়েছে অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে। তার আগে দু বছরেরও বেশি সময় ধরে চলছিল আইনি জটিলতা। একসময় কাঞ্চন ও শ্রীময়ীর নামে থানায় ছুটেছিলেন পিঙ্কি, অভিযোগ দুজনে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছে তাঁকে। তিনিও প্রথম অভিযোগ করেছিলেন তাঁর স্বামী সম্পর্কে আছেন শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। এরপরই ডিভোর্সের পথে হাঁটেন তাঁরা।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর বিকৃত ছবি শেয়ার, আইনি জটিলতায় রাম গোপাল বর্মা
পিঙ্কি নিজেই স্বীকার করেছেন, বর্তমান সময়ে ছেলের নিরাপত্তা ও সুনিশ্চিৎ ভবিষ্যতের কথা মাখায় রেখে তিনি ৫৬ লাখ খোরপোশ নিয়েছেন। এই নিয়ে এক নেটিজেন ট্রোল করাও চেষ্টা করেছিল পিঙ্কিকে। এক পোস্টের কমেন্ট সেকশনে সেই মহিলা মন্তব্য করেন, ‘আপনি কি অবলা, কেন খোরপোশ নিলেন?’ তাতে পিঙ্কির স্পষ্ট জবাব ছিল, ‘বেকার নই, অবলা নই, ভাবলাম ক্যাবলাই বা হব কেন!’