আম্বানিদের বাড়ির এলাহি বিয়ে নিয়ে চর্চা থামার নামই নিচ্ছে না। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি মেনুর ছবি। যেখানে লেখা রয়েছে, pistachio tigers milk। আর এটিকে দেখে অনেকেই গুলিয়ে ফেলেছেন বাঘের দুধ ভেবে। সোশ্যাল মিডিয়ায় নানারকম মিমিও তৈরি হয়েছে। সত্যিই কি আম্বানির বিয়েতে বাঘের দুধ পরিবেশন করা হয়েছে?
pistachio tigers milk বেশ কিছু রেস্তোরাঁয় ডেজার্ট অর্থাৎ মিষ্টি খাবার হিসেবে পরিবেশন করা হয়। এবং এটি তৈরি করতে ব্যবহার করা হয় নারকেলের দুধ, পেস্তা, দারুচিনি। যা খেতে যেন সুস্বাদু হয়, তেমন স্বাস্থ্যের পক্ষেও উপকারী সব উপাদান দিয়ে তৈরি। আর এই পদটিকেই নিজেদের খাবারের মেনুতে যোগ করেছিলেন অনন্ত ও রাধিকা আম্বানি।
আরও পড়ুন: শোভন-সোহিনীর প্রেমের সাক্ষী! ইমন কি ছিলেন প্রাক্তনের বিয়েতে, জানা গেল অবশেষে
অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ে:
শোনা যায়, ৫০০০ কোটি খরচ করেছেন মুকেশ আম্বানি ছেলের বিয়েতে। মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে হয়েছিল রাজকীয় আয়োজন। দেশ-বিদেশের তারকারা এসেছিলেন নব দম্পতিকে আশীর্বাদ দিতে। সেই তালিকায় সলমন খান-শাহরুখ খা, অমিতাভ বচ্চনরা তো ছিলেনই, ছিলেন ক্রিকেট জগতের খ্যাতনামা মুখ সচীন, ধোনিরা। এছাড়াও মোদী থেকে মমতা, রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতেও লক্ষ্য করা গিয়েছে।
এত খরচ করে বিয়ে আর সেখানে খাবারের বিশাল আয়োজন থাকবে, তা তো বলাই বাহুল্য। ভারত সহ বিভিন্ন দেশ থেকে ২৫০০-রও বেশি খাবারের স্টল রাখা হয়েছিল। খোদ বেনারস থেকে কাশী চাট ভান্ডার স্টল দিয়েছিলেন এখানে। গুজরাটি, সাউথ ইন্ডিয়ান, সব ধরনের খাবারের ব্যবস্থা ছিল।
আরও পড়ুন: ঠাটিয়ে চড় মায়ের বয়সী শর্মিলাকে! শ্যুটে নয়, বাস্তবেই এমন কাজ করে প্রসেনজিৎ, কেন
আর ডেজার্টের মধ্যে কেক থেকে জিলাপি, রাবড়ি, নানা ধরনের বিদেশি পদ, কী ছিল না সেখানে। আর নোনতার মধ্যে ছিল পানি পুরি, দহি ভাল্লা, ভল্লা পাপড়ি, মিক্স চাট, দহি পুরি, চুরা মটর, পাপড়ি চাট, সিঙ্গাড়া, গুলাব জামুন, টিক্কি, ছানা কচুরি-র মতো খাবার। জায়গা করে নিয়েছিল পাস্তা, পিজ্জাও।
এদিকে মুম্বইতে চার দিন ব্যপী উদযাপনের পর বুধবার গুজরাটের জামনগরে পা রেখেছেন নব দম্পতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ঢাকঢোল বাজিয়ে, ফুল ছড়িয়ে তাঁদের আহ্বান জানান সেখানকার মানুষ। খবর রয়েছে, আম্বানি পরিবারের তরফে লন্ডনেও একটি রিসেপশন পার্টি রাখা হবে।