নিজের মনের ভাব স্পষ্টভাবে সবার সামনে ভাগ করে নিতে ভয় পান না পিয়া চক্রবর্তী। প্রাক্তন স্বামীর বন্ধুকে বিয়ে করায় ট্রোলড হয়েছেন গত কয়েকমাসে অনবরত। তাতে অবশ্য কিচ্ছু যায় আসে না। একটি নামি এনজিও সংস্থার উচ্চপদে চাকরি করেন। সেখানে নারী স্বাধীনতা, ক্ষমতায়ণ নিয়ে লড়তে হয় সবসময়। এহেন অবস্থায় নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপনানে কি থাকা যায় মুখ বুজে?
মমতাকে নিয়ে করা একটি পোস্ট শেয়ার করলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে লেখা রয়েছে, ‘মমতা মাসি কাজের মাসি’। আর এতেই চটলেন পিয়া। লিখলেন, ‘কাজের মাসি নিয়ে এত অসুবিধে কেন? একটি পেশা, কোনও অপমানের বিষয় নয়। ভোটটা সেদিনই জিতবেন, যেদিন সাধারণ মানুষ, কাজের মাসি, গাড়ির ড্রাইভার, অফিসের পিওন, খেতে খাওয়া মানুষের দাম বুঝবেন।’ স্পষ্টই বোঝা যায়, মমতার বিরুদ্ধে প্রচার চালানো দলগুলিকে নিয়েই মুখ খুলেছেন তিনি।
দেখুন পিয়ার সেই পোস্ট-
আরও পড়ুন: ‘সব ধ্বংস হয়ে গেল’! বিদায় নিলেন ইউটিউবার ঝিলম গুপ্ত, আর বানাবেন না ভিডিয়ো
এখানেই শেষ নয়। কদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হওয়া পোস্টেও এরকমই প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই প্রবল ভাবে সমালোচিত হচ্ছে রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী, ইত্যাদির মতো প্রকল্প। অনেকেরই মতে মূলত বাম এবং বিজেপি সমর্থকদের মতে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা সহ রাজ্য সরকারের তরফে যে সব ভাতার ব্যবস্থা করা হয়েছে সেগুলো নাক স্রেফ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা।
আরও পড়ুন: ‘সেরা ডেবিউ’ সৌমিতৃষা! টেলি সিনে অ্যাওয়ার্ডে পুরস্কৃত প্রসেনজিৎ, ইমন-সহ আর কারা?
পরম-ঘরণী সেই সময় লিখেছিেলন, ‘আত্মসমীক্ষা না করে এগিয়ে চলুন।তৃণমূল কংগ্রেস খুবই সমস্যাজনক। তার শক্তিশালী বিরোধিতা দরকার। তবে আপনারা সেই যোগ্যতা অর্জন করতে পারছেন না কেন, তাও বুঝতে পারছি। আপনারা বরং মিম বানাতে থাকুন আর খিল্লি করতে থাকুন। বামেদের ঔদ্ধত্য আর ভিক্টিম কার্ডের খেলা দেখে আরও হতাশ।’ এমনকী, কেন্দ্রে বিজেপি-র আগের বছরের মতো ভালো ফল না করা, একা ক্ষমতায় বসতে না পারা নিয়েও আনন্দ প্রকাশ করেছিলেন। কংগ্রেসের আসন সংখ্যা বাড়ায়, জানিয়েছিলেন উচ্ছ্বাস।
আরও পড়ুন: স্তন ক্যানসারে আক্রান্ত মিঠু চক্রবর্তী, চলছে কেমো! কেমন আছেন এখন, জানালেন সব্যসাচী
২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেন পিয়া চক্রবর্তী আর পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এটি ছিল তাঁর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি বিয়ে করেছিলেন গায়ক অনুপম রায়কে। তবে সেই বিয়ে ভেঙে যায় ২০২১ সালে। দুজনে যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন।