১ জুন জামাইষষ্ঠীর দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তখন থেকেই ভক্ত মনে প্রশ্ন, কার মতো দেখতে হল অভিনেতা-পুত্রকে। তাকে দেখার জন্য পরমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান করে ছেলের ছবি সামনে আনলেন পিয়া! সঙ্গে জানালেন ছেলের কী নাম রেখেছেন তাঁরা।
আরও পড়ুন: ‘সবার আগে দেশ…’! পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতের নিষেধাজ্ঞা নিয়ে সরব আদনান সামি
শুক্রবার দেবীপক্ষে ছেলের দুটি ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নেন পিয়া। দুটি ছবিতেই দেখা মেলে খুদের। প্রথম ছবিতে একটি আকাশী রঙের জামা পরে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় একরত্তিকে। আর একটি ছবিতে কোলে দেখা মেলে পরম-পুত্রের। দুটি ছবি শেয়ার করে পিয়া তাঁদের ছেলের নামও সকলকে জানান। তিনি ও পরম তাঁদের ছেলের নাম রেখেছেন গানের সুরের নামে। খুদের ভালো নাম নিষাদ। তাছাড়াও তার একটা মিষ্টি ডাক নামও আছে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে পরম-পত্নী পিয়া লেখেন, ‘নিষাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সঙ্গীতের সপ্তম সুর, যাকে দুঃখ স্পর্শ করতে পারে না। ওর ডাক নাম নডি, বড় মাথাওয়ালা ছোট্ট ছেলে। ও কী সুন্দর না?’
আরও পড়ুন: টাবুর সঙ্গে এক ফ্রেমে ঋতাভরী! একসঙ্গে কি কোনও নতুন কাজের ঘোষণা করলেন তাঁরা?
এমন অপ্রত্যাশিত ভাবে পুজোর আগেই পরম-পুত্রের ছবি দেখে আনন্দে ডগমগ তাঁর ফ্যানেরা। তাছাড়াও ইন্ড্রাস্ট্রির সকলেই ছোট্ট নিষাদকে ভালোবাসায় ভরে দিয়েছে। ঋদ্ধিমা ঘোষ একটি লাল হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। অনিন্দিতা রায়চৌধুরী থেকে অনিন্দিতা বোস সকলেই খুদেকে আদরে, ভালোবাসায় ভরে দিয়েছে।
প্রসঙ্গত, এক সময় অনুপম রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পিয়া চক্রবর্তী। তবে ৫ বছরের সংসার ভাঙে ২০২১ সাল নাগাদ। এরপর কাছাকাছি আসেন পরমব্রতর চট্টোপাধ্যায়। ততদিনে বিদেশি প্রেমিকা সঙ্গে বিচ্ছেদ হয়েছে অভিনেতারও। আর দুই ‘ভালো বন্ধু’ আগলে নেন একে-অপরকে। একসঙ্গে ভালো থাকা ও সংসার করার সিদ্ধান্ত। বিয়ের পর, একটি কুকুর ও একটি বিড়াল পুষেছেন পরম-পিয়া, নাম বাঘা আর নিনা। আর এখন ছেলেকে নিয়ে তাঁদের ভরা সংসার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হতে চলার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। তারপর জুনে কোন আলো করে আসে ছেলে। ২০২৩ সালের নভেম্বর মাসে দু'জনে করেছিলেন আইনি বিয়ে। এবার ছেলেকে নিয়েই করবেন তৃতীয় বিবাহবার্ষিকী পালন।
সন্তান জন্মের আগে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে, একটি বাড়ি কিনেছিলেন পরমব্রত আর পিয়া। যাতে খোলামেলা পরিবেশে বড় হতে পারে তাঁদের সন্তান। পাড়ার মাঠে বা পার্কে খেলা করতে পারে, আশেপাশের মানুষের সঙ্গে মিশতে পারে, আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হয়ে ওঠে, মা-বাবার তারকা-খ্যাতির উপরে উঠে।