পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। ২৭ জুন তিনি ৪৪ বছরে পা দিলেন। বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। ফলে স্বাভাবিক ভাবে এই বছর এই দিনটি আরও বিশেষ যে সেটা বলার অপেক্ষা রাখে না। বরের জন্মদিনের সকালেই একটি আদুরে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন পিয়া চক্রবর্তী।
আরও পড়ুন: শঙ্কর মহাদেবনের গলায় নজরুল গীতি! প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো, দেখুন
পরমের জন্মদিনে কী লিখলেন পিয়া?
এদিন পিয়া চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়ের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে কোথাও তাঁদের বিদেশ ভ্রমণের সময় রাস্তায় তোলা একটি ছবি পোস্ট করতে দেখা যায়, দ্বিতীয় ছবিতে আবার ঘরে বসে গিটার বাজাতে দেখা যাচ্ছে অভিনেতাকে। তৃতীয় এবং চতুর্থ ছবিতেও তাঁদের বেড়াতে যাওয়ার দুটি মুহূর্ত ফ্রেমবন্দি করা আছে।
আরও পড়ুন: সইসাবুদ সেরে বিয়ে করলেন সোনাক্ষী - জাহির, হাসিমুখে মেয়েকে আগলে রাখলেন শত্রুঘ্ন
এদিন এই ছবিগুলো পোস্ট করে পিয়া চক্রবর্তী লেখেন, 'এই পোস্ট ব্যবহার করে ওকে মনে করাতে চাই যে আমি ওর অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি।' একই সঙ্গে তিনি এই পোস্টে লেখেন, 'শুভ জন্মদিন ভালোবাসা।'
অনেকেই পিয়ার এই পোস্টে পরমব্রতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মনোসমাজকর্মী রত্নাবলী রায়, রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্ত সহ আরও অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'শুভ হোক জন্মদিন পছন্দের অভিনেতা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'কি সুন্দর লেখাটা, ভালোবাসায় থেকো তোমরা পছন্দের জুটি।'
আরও পড়ুন: মেয়ের বিয়ের আনন্দে সেজে উঠল শত্রুঘ্নর বাড়ি 'রামায়ণ', কোথায় আইনি বিয়ে সারছেন সোনাক্ষী - জাহির?
পিয়া এবং পরমের প্রসঙ্গে
পিয়া চক্রবর্তীর এটা দ্বিতীয় বিবাহ। এর আগে তাঁর সঙ্গে অনুপম রায়ের বিয়ে হয়েছিল। ফলে গত বছর শেষের দিকে যখন পিয়া এবং পরমব্রত নতুন ভাবে তাঁদের জীবন শুরু করেন তখন তাঁদের বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়। কিন্তু সেসবকে উপেক্ষা করে বর্তমানে তাঁরা চুটিয়ে সংসার করছেন।