মঙ্গলবার, ৯ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোর একটি ইভেন্টে ভারত এবং রাশিয়ার সাংস্কৃতিক যোগ নিয়ে কথা বললেন। একই সঙ্গে উঠে এল রাজ কাপুর এবং মিঠুন চক্রবর্তীর কথা, কারণ এই দুই অভিনেতার জনপ্রিয়তা সেদেশে দারুণ।
আরও পড়ুন: ২০২৩ -এর NABC অপমান-বয়কট ডাক ভুলেছে টলিউড? জবাবে রূপম - পত্নী লিখলেন, 'সমালোচনা করলে ভালোটাও তো...'
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন যে ভারত এবং রাশিয়ার সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার উপর নির্ভর করে গড়ে উঠেছে। তিনি এদিন একই সঙ্গে ভারতের সঙ্গে রাশিয়ার যে বন্ধন রয়েছে সেটার প্রশংসা করেন। জানান রাশিয়া হল ভারতের সবরকম পরিস্থিতির বন্ধু। ভ্লাদিমির পুতিনের জন্য গত দুই দশক ধরে দুই দেশের সম্পর্ক যে আরও শক্তিশালী হয়েছে সেটাও জানাতে ভোলেন না।
এদিনের এই ইভেন্টে নরেন্দ্র মোদীর মুখে শোনা যায় রাজ কাপুরের জন্য গান সর পে লাল টোপি রুশি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি গানের কথা। জানান সেই গান আজও প্রাসঙ্গিক দুই দেশের বন্ধুতার ক্ষেত্রে। এছাড়াও জানান মিঠুন চক্রবর্তীর সেই দেশে বিপুল জনপ্রিয়তা এবং অগুনতি ভক্ত আছে যে তিনি হবেন সেটা। আর সিনেমা বা অভিনেতাদের হাত ধরে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
আরও পড়ুন: 'টাকার জন্য আমি রোজ...' অর্থের অভাব নেই, তবুও বেশি উপার্জনের জন্য আজও কী কী করেন করণ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়াকে ভারতের সুখ দুঃখের সাথী বলেও দাবি করেন এদিন। তারা যে সম্পর্ক ভালো রাখতে জানে সেটাও বলতে ভুলে যাননি। মোদীর কথায়, 'রাশিয়া কথাটা শুনলেই প্রথম যে শব্দ মাথায় আসে সেটা হল প্রত্যেক ভারতীয়ের সুখ দুঃখের সাথী।'