রণবীর কাপুর এবং আলিয়া ভাটের 'ব্রহ্মাস্ত্র' ছবির জন্য কেশরিয়া গানটি গেয়েছেন অরিজিৎ সিং। সে তো গেল গত বছরের কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে 'কেশরিয়া' গানটি। যেটি কিনা গেয়েছেন শিখ গায়ক শিখ গায়ক স্নেহদীপ সিং কলসী। যিনি কিনা যিনি মালয়ালম, তামিল, কন্নড়, তেলেগু এবং হিন্দিতেও গানটি নতুন করে গেয়েছেন। যা শুনে প্রশংসায় ভরিয়েছেন নেটপাড়ার অনেকেই।
তবে শুধু নেটপাড়া নয় স্নেহদীপের গান পৌঁছেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানেও। প্রধানমন্ত্রী নিজে টুইটারে স্নেহদীপের গান শেয়ার করে তাঁর প্রশংসা করেছেন। যেখানে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রতিভাবান স্নেহদীপ সিং কলসীর এই আশ্চর্যজনক উপস্থাপনাটি পাওয়া গেছে। এটি শুধু সুরের মাধুর্যতা প্রকাশ পায়নি, এটা চেতনার এক অসাধারণ প্রকাশ। বলা ভালো এটি এক ভারত শ্রেষ্ঠ ভারত। অসাধারণ!' প্রসঙ্গত, ভারত সরকার দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধাকে উৎসাহিত করার জন্য ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ নামে একটি প্রচার এবং স্লোগান তৈরি করেছে। স্নেহদীপের গানটি শেয়ার করে সেই স্লোগানই উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' নাকি 'জুইগাটো' প্রথমদিনে বক্স অফিসে কে এগিয়ে?
আরও পড়ুন-দু'দিন হল বিয়ে হয়েছে অলানার, বউভাতের দিনই অনন্যা পাণ্ডে বলছেন, ‘মাসি হতে তৈরি..’
আরও পড়ুন-রাজেশ খান্না, কিংবা বাপ্পি লাহিড়ি, মীরের রঙ্গরসে হাসিতে কাবু ইমন ও শ্রীকান্ত…
আরও পড়ুন-'মহারাজ একী সাজে…', এবার দেবরাজ ইন্দ্রর বেশে আসছেন যিশু সেনগুপ্ত
প্রধানমন্ত্রীর টুইটের উত্তরে তাঁর গান শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্নেহদীপ সিং কলসী। লিখেছেন, ‘আমি কৃতজ্ঞতা, আপনাকে অনেক ধন্যবাদ, স্যার। এই প্রশংসার মূল্য আমার কাছে অনেক। খুব খুশি যে এটি আপনার কাছে পৌঁছেছে এবং আপনার শুনতে ভালো লেগেছে।’
প্রসঙ্গত 'কেশরিয়া' ছবির মূল গানটি গেয়েছেন অরিজিৎ সিং। যে গানের সৃষ্টির সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁরা সকলেই বাঙালি। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর দিয়েছেন প্রীতম। রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র'র গান এটি, যে ছবির পরিচালক বাঙালি অয়ন মুখোপাধ্যায়।