বাংলা নিউজ > বায়োস্কোপ > বাসু চট্টোপাধ্যায়ের ‘অসাধারণ এবং সংবেদনশীল’ কাজকে স্মরণ মোদীর, শোকপ্রকাশ মমতার

বাসু চট্টোপাধ্যায়ের ‘অসাধারণ এবং সংবেদনশীল’ কাজকে স্মরণ মোদীর, শোকপ্রকাশ মমতার

বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর 

বাসু চট্টোপাধ্যায়ের অসাধারণ এবং সংবেদনশীল কাজকে স্মরণ করলেন মোদী। শ্রদ্ধার্ঘ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ফের ইন্দ্রপতন বলিউডে। চলে গেলেন বর্ষীয়ান বাঙালি পরিচালক বাসু চট্টোপাধ্যায়। তাঁর ঝুলিতে রয়েছে রজনীগন্ধা, বাতো বাতো মে, এক রুকা হুয়া ফাসলা, চিতচোরের মতো কালজয়ী ছবির পরিচালক। বার্ধক্যজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে এই বাঙালি পরিচালকের,বয়স হয়েছিল ৯০ বছর। 

জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লেখেন, শ্রী বাসু চ্যাটার্জির মৃত্যুর খবরে শোকাহত। ওঁনার কাজ অসাধারণ এবং সংবেদনশীল। সেগুলো মানুষের মন ছুঁয়ে গিয়েছে,কারণ জীবনের সাধারণ এবং একসঙ্গে জটিল অনুভূতি গুলো উনি খুব সারল্যের সঙ্গে তুলে ধরতেন। মানুষের লড়াইও তাঁর কাহিনির অন্যতম উপজীব্য। উনার পরিবার ও অগুনতি ভক্তদের প্রতি রইল সমবেদনা।ওম শান্তি।

বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লেখেন, কিংবদন্তি পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জির মৃত্যুতে আমি শোকাহত। উনি আমাদের ছোটি সি বাত, চিত্চোর, রজনীগন্ধা, ব্যোমকেশ বক্সী, রজনীর মতো ছবি উপহার দিয়েছেন। পরিবার,বন্ধু, অনুরাগী এবং চলচ্চিত্র জগতের প্রতি রইল আমার গভীর সমবেদনা'।

১৯৬৯ সালে সারা আকাশ ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেন এই বাঙালি পরিচালক। হিন্দি ছবির সঙ্গেই হাতেখড়ি তাঁর। এরপর প্রায় চার দশক দীর্ঘ কেরিয়ারে অসংখ্য অজস্র হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাঁর শেষ হিন্দি ছবি ২০০৭ সালে কাজল অভিনীত কুছ খট্টা, কুছ মিঠা। তবে আরও কয়েক বছর বাংলা ছবি পরিচালনার কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। ২০১১ সালে মুক্তি পায় তাঁর শেষ ছবি ত্রিশঙ্কু। বাংলায় তাঁর উল্লেখযোগ্য কাজ হঠাত্ বৃষ্টি, হচ্ছেটা কী, হঠাত্ সেইদিন-এর মতো ছবি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।

বায়োস্কোপ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.