টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভারতে ফিরলেন রোহিত শর্মা অ্য়ান্ড কোম্পানি। বার্বাডোজ থেকে হাসিমুখে দিল্লিতে পৌঁছায় টিম ইন্ডিয়া। ট্রফি নিয়ে ওপেন বাস ট্যুর জয়ের জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে মেন ইন ব্লু। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য জসপ্রীত বুমরাহ এবং আইসিসি-র সুন্দরী সম্প্রচারক সঞ্জনা গণেশনও এদিন ছেলে কোলে পৌঁছেছিলেন মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে। আরও পড়ুন-‘এটা এখন নর্ম্যাল…’, জাহিরকে বিয়ের পর জীবনে বড় বদল,হানিমুন থেকে ঘোষণা সোনাক্ষীর
ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে মোলাকাতের একটি মিষ্টি ছবি শেয়ার করে বুমরাহ ঘরণী লিখেছেন, 'অবিশ্বাস্যভাবে বিশেষ সকাল। ছবিতে নীল রঙা সালোয়ার স্যুট পরে দেখা গেল সঞ্জনাকে। সাবেকি সাজে দারুণ মানিয়েছে তাঁকে। অন্যদিকে বুমরাহ টিম ইন্ডিয়ার জার্সি আর ডেনিমে হাজির প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করতে। প্রধানমন্ত্রীর কোলে দেখা মিলল বুমরাহ পুত্রের। একদম ভাবলেশহীনভাবে ক্যামেরার দিকে তাকিয়ে খুদে। মুখে একফোঁটা হাসি নেই। ওদিকে মোদী মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছেন অঙ্গদকে।
ছবিটি দেখুন এখানে:
গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে রোমাঞ্চকর ফাইনালে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। এই জয়ের সঙ্গে ১৩ বছরের আইসিসি ট্রফি খরা কাটল বিরাট-রোহিতদের। কিন্তু ট্রফি জয়ের পর শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন বেরিলের কারণে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জে আটকে পড়েছিল ভারতীয় ক্রিকেটাররা।
বার্বাডোজে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়ায় এবং পরিস্থিতি পরিষ্কার হয়ে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বার্বাডোজে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ৩ জুলাই এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট পাঠায়। আজ ৪ জুলাই সকালে বিমানটি দিল্লিতে অবতরণ করে। এরপর চাণক্যপুরীর একটি পাঁচতারা হোটেলের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে সাদর অভ্যর্থনা জানানো হয়।
মোদীর কোলে খুদে অঙ্গদের ছবি ভাইরাল সোশ্যালে। মোদীর কোলে উঠেও একফোঁটা হাসি নেই খুদের। ঠিক যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে ধরা বাবার কোলে চড়েও উত্তেজিত হয়নি সে। নেটিজেনরা অবশ্য বলছেন, ওটা খেলার বা খাওয়ার জিনিস নয় তা বুঝতে পেরেই হাসি নেই অঙ্গদের মুখে।
২০২১ সালের মার্চ মাসে ক্রীড়া সঞ্চালক তথা প্রাক্তন মিস ইন্ডিয়া প্রতিযোগী সঞ্জনাকে বিয়ে করেন বুমরাহ। গত বছর অক্টোবরেই পুত্র সন্তানের জননী নন সঞ্জনা।