বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijato on RG Kar Case: ‘যোনি মানে তো চিরে রাখা রাস্তাই একটা..’, আর জি কর কাণ্ডে কলম ধরলেন শ্রীজাত

Srijato on RG Kar Case: ‘যোনি মানে তো চিরে রাখা রাস্তাই একটা..’, আর জি কর কাণ্ডে কলম ধরলেন শ্রীজাত

‘যোনি মানে তো চিরে রাখা রাস্তাই একটা..’, আর জি কর কাণ্ডে কলম ধরলেন শ্রীজাত

Srijato on RG Kar Case: ‘তুমি রক্ত মাংস কাদার মধ্যে দিয়ে হাত চালিয়ে ভেতর থেকে বার করে আনলে নাড়িভুড়ি…’, শ্রীজাতর পোস্টে উঠে এল নারীর উপর ঘটা নৃশংস অত্যাচারের বাস্তব ছবি। 

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি, তোলপাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম। ‘অভয়া’কে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছেন আম জনতা থেকে তারকা। ধর্ষণ-খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে এক অভিযুক্ত, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। যদিও সঞ্জয়ের গ্রেফতারি অনেকের চোখেই ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’।

এই নক্কারজনক ঘটনা নিয়ে এবার কলম ধরলেন শ্রীজাত। তাঁর লেখণীতে চোখে জল নেটিজেনদের। শ্রীজতার সেই লেখায় অবশ্য নির্দিষ্টভাবে আর জি করের ঘটনার উল্লেখ নেই, বরং সকল ধর্ষিতা-নির্যাতিতার হয়েই সওয়াল লেখকের। তিনি লেখেন, ‘যোনি মানে তো চিরে রাখা রাস্তাই একটা, একটা সরু গলিপথ। কিন্তু সেটুকুতে মন উঠল না তোমার। তুমি সেই রাস্তায় কাটারি চালিয়ে আরও বড় রাস্তা বানালে। চেরাকে সোজা ফালা করে দিলে। আরও বড় জায়গা তৈরি হল। তুমি রক্ত মাংস কাদার মধ্যে দিয়ে হাত চালিয়ে ভেতর থেকে বার করে আনলে নাড়িভুড়ি। বাইরে পাহাড় তৈরি হল ছোটখাটো। আর ভেতরে জায়গা। অনেকখানি। এইবার তুমি যোনির মধ্যে রড ঢোকালে…’।

আরও পড়ুন-‘ক্ষমার অযোগ্য…’, আর জি কর-এর মহিলা চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণ নিয়ে মিমির গর্জন

শ্রীজাতর ধারালো কলমে উঠে এল নারীর যন্ত্রণা। তিনি যোগ করেন, ‘….তারপর স্টোন চিপস। তারপর ট্রাক। তারপর হোটেল। তারপর পেট্রল পাম্প। তারপর শপিং মল। তারপর জাহাজ বোঝাই বন্দর। তারপর বিমানপোত। তারপর মহাসমুদ্র। তারপর হাতের মুঠোয় চেপে ধরে ঠেসেঠুসে গোটা পৃথিবীটা তুমি গুঁজে দিলে সেখানে। কিন্তু, কী আশ্চর্য, তোমার কৌতূহলী মন তাতেও শান্ত হল না। শেষমেশ ব্যাপারটা কী, বুঝে নিতে তুমি নিজেই ঢুকলে ভেতরে। মাথা, বুক, কোমর, হাঁটু, পা। এইভাবে পুরোটা ঢুকে গেলে। ন’মাস পর তদন্ত সেরে যখন বেরিয়ে এলে, ডাক্তারের হাত, টেনে বার করল তোমাকে’।

নারীর গর্ভে ৯ মাস ধরে তিল তিল করে বেড়ে ওঠা পুরুষ নারীকেই ধর্ষণ করে! গত বৃহস্পতিবার রাতে (শুক্রবার ভোরে) ২২ বছরের মহিলা চিকিৎসককে (স্নাতকোত্তরের চেস্টম মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন) আরজি কর হাসপাতালের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। ‘অভয়া’র বিচার চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আরজি করের ঘটনা নিয়ে মমতা সংবাদ মাধ্য়মে জানান, ব্যক্তিগত ভাবে তিনি ফাঁসির বিরোধী। তিনি বলেন, 'কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাজের সাহস না পায়।' নির্যাতিতা তরুণীর বাবা-মা'র সঙ্গেও ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তেও আপত্তি নেই তাঁর।

ওদিকে রবিবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজে এবং হাসপাতালে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, 'তিনজনের 'সিমেন'-র নমুনা মেলেনি। গুজব ছড়ানো হচ্ছে। কাউকে বাঁচানোর চেষ্টা চলছে না'।

বায়োস্কোপ খবর

Latest News

‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 1 ওভার শেষে India A-র স্কোর 4/0 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার! JEE অ্যাডভান্সে প্রথম ১০০-তে থাকা কোনও পড়ুয়া ভরতি হলেন না IIT খড়গপুরে!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.