বাংলা নিউজ > বায়োস্কোপ > Death threats to Uorfi Javed: খুনের হুমকি উরফিকে, অভিনেত্রীর টুইট দেখে দ্রুত পদক্ষেপ মুম্বই পুলিশের

Death threats to Uorfi Javed: খুনের হুমকি উরফিকে, অভিনেত্রীর টুইট দেখে দ্রুত পদক্ষেপ মুম্বই পুলিশের

খুনের হুমকি উরফিকে

Death threats to Uorfi Javed: হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা অভিনেত্রী উরফি জাভেদকে খুনে হুমকি দিলেন এক ব্যক্তি। তারপর?

পোশাকের কারণে নানা সময়ে খবরের শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। তাঁর অদ্ভুত সাজপোশাক দেখে অবাক হয়ে যায় নেটপাড়া। তাঁর ফ্যাশন, স্টাইল সবটাই রীতিমত চর্চার বিষয় এখন। তবে এবার আর তাঁর পোশাকের জন্য নয়, বরং অন্য কারণে ফের খবরের শিরোনামে উঠে এলেন উরফি। তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ধর্ষণের হুমকিও। তাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে!

হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক ব্যক্তি অভিনেত্রী টিথা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার উরফি জাভেদকে খুন এবং ধর্ষণের হুমকি দিয়েছেন। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। শুক্রবার লোকটির বিরুদ্ধে আইপিসির ইউ/এস ৩৫৪ (এ) অর্থাৎ শারীরিক নির্যাতন, ৩৫৪ (ডি) স্টকিং করার অপরাধে, ৫০৯, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। বাদ দেওয়া হয় না আইটি অ্যাক্টও। এরপর পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে।

অভিনেত্রী টুইটারে গোটা বিষয়টা জানিয়ে একটি পোস্ট করেন। তিনি তাঁর টুইটে লেখেন, ‘এই লোকটা প্রতিদিন নিত্য নতুন নম্বর থেকে আমাকে ধর্ষণ এবং খুনের হুমকি দিচ্ছিল। আমি যেহেতু এখন দেশে নেই, সেহেতু কোনও অফিসিয়াল কমপ্লেন করতে পারছি না, কিন্তু তাঁর ছবি আমি সকলের সঙ্গে ভাগ করে নিলাম। সকলকে সতর্ক করে দিলাম এই ব্যক্তির ব্যাপারে।’ এরপর তিনি মুম্বই পুলিশ এবং মুম্বই পুলিশের সিপিকে মেনশন করেন পোস্টে।

অভিনেত্রীর তাঁর এই টুইটে লোকটির একটি ছবি এবং তাঁর পাঠানো কুরুচিকর মেসেজের স্ক্রিনশট পোস্ট করেছিলেন। এরপর মুম্বই পুলিশের তরফে উদ্যোগ নিয়ে উরফির সঙ্গে যোগাযোগ করা হয়।

উরফিকে একাধিক ধারাবাহিক সহ বিগ বসে দেখা গিয়েছে এর আগে, কিছুদিন আগেই তিনি অন্তর্বাসের উপর একটি সবুজ নেট পরে বাইরে বেরোন। আর সেটা রীতিমত চর্চার বিষয় হয়ে ওঠে। এর আগেও নানা সময়ে তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের মীম দেখা যায়, কিন্তু তাই বলে খুনের হুমকি! অভিনেত্রীর পোস্টের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় মুম্বই পুলিশ।

বন্ধ করুন