সইফ আলি খানের বাড়িতে সম্প্রতি এক ব্যক্তি ঢুকে পড়েন। শুধু তাই নয়। তাঁকে রীতিমত আহত করেন সেই ব্যক্তি। ছুরি দিয়ে আঘাত করেন। হাসপাতালে ভর্তি করতেও হয় তাঁকে। সদ্যই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা। এমন সময় এই কেসের বিষয়ে আবারও একটা বড় আপডেট দিল পুলিশ।
আরও পড়ুন: রুবেলের সিঁদুরে সীমন্তিনী হতেই ঝরঝর করে কেঁদে ফেলেন শ্বেতা! প্রকাশ্যে বিয়ের অদেখা মুহূর্ত
আরও পড়ুন: অনির্বাণকে আউট করলেন সৃজিত? সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তির আগে কী ঘটে গেল অভিনেতা-পরিচালকের মধ্যে?
কী জানা গেল?
পুলিশের তরফে এদিন জানানো হল সইফ আলি খানের বাড়িতে যখন সেই বাংলাদেশি ব্যক্তি ঢোকেন তখন সইফ আলি খানের বাড়ির যে গার্ডরা আছেন তাঁরা ঘুমাচ্ছিলেন। পুলিশের তরফে আরও জানানো হয়েছে সেই ব্যক্তি যখন পাঁচিল টপকে অভিনেতার মুক্বইয়ের বান্দ্রার এই বাড়িতে ঢোকেন তখন তিনি সেই গার্ডদের ঘুমাতে দেখেন।
গোটা বিষয়টা তখনই স্পষ্ট হয় যখন মঙ্গলবার, ২১ জানুয়ারি মুম্বই পুলিশের তরফে গোটা ক্রাইম সিন রিক্রিয়েট করা হয়। তখনই জানা যায় বাংলাদেশি ব্যক্তি ফকির ওরফে শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রহিলা আমিন ফকির সেই আবাসনের মূল গেট দিয়েই প্রবেশ করেন। তখনই তিনি দেখতে পান দুজন গার্ড ঘুমাচ্ছেন। একজন গার্ড কেবিনে ছিলেন, আরেকজন দরজার কাছেই ঘুমাচ্ছিলেন। এক সিসিটিভির না থাকা, দুই সঠিক নজরদারি না থাকার কারণেই সহজে সেই ব্যক্তি ঐ আবাসনে ঢুকত পারেন বলেই জানা গিয়েছে।
শুধু তাই নয়, ওই ব্যক্তি সোজা ১২ তলায় উঠে যান যেখান সইফ আলি খান তাঁর পরিবার নিয়ে থাকেন। সেখানে গিয়ে তিনি অভিনেতার বাড়িতে ঢোকেন। অভিনেতা তাঁর মুখোমুখি হলে তাঁকে ছুরি দিয়ে লাগাতার আঘাত করেন। এমনকি তাঁর পিঠে গেঁথে যায় ছুরির একটা টুকরো। হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে সেই ছুরির অংশ বের করতে হয়। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
আরও পড়ুন: ১৫ কোটির দোরগোড়ায় ইমারজেন্সি, প্রথম মঙ্গলবার বক্স অফিসে কত আয় করল কঙ্গনার ছবি?
অন্যদিকে ওই বাংলাদেশি ব্যক্তি গত পাঁচ মাস ধরেই নাকি মুম্বইতে থাকেন। বিভিন্ন ধরনের কাজ কর্ম করেন। একটি এজেন্সির সঙ্গে হাউজকিপিং হিসেবে যুক্ত ছিলেন। তিনি শুনেছিলেন এই এলাকায় বড়লোকরা থাকেন। সেটা শুনেই এখানে হামলা চালান তিনি। যদিও তিনি জানতেন না সেই বাড়িটি অভিনেতার।