‘বিকিনি পরে সৈকতে যাওয়া যাবে না’। বৃহস্পতিবার কর্ণাটকের উদুপি সৈকতে বিকিনি পরে নামার সময় পুলিশ তাঁকে বাধা দিয়েছে, জানানো হয়েছ, বিকিনি পরে সৈকতে নামতে গেলে নাকি অনুমতি নিতে হবে। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন দিল্লির এক মডেল।
এখানেই শেষ নয়, নিজের অভিযোগ X-(পূর্বের টুইটার) হ্যান্ডেলে তুলে ধরে খেয়াতি শ্রী নামে ওই মডেল। তিনি লেখেন, ‘বিকনি পরার জন্য কর্ণাটকের উদুপি সমুদ্র সৈকতে পুলিশ আমাকে বাধা দেয়। আমি কেন জিজ্ঞেস করলে, ওই পুলিশ আধিকারিক কিছু গুণ্ডাদের দিকে ইশারা করে আমাকে বলেন যে আমি পোশাক না বদলালে ওরা আমাদের মারবে। (এই ঘটনার সম্পূর্ণ ভিডিও আমার ইনস্টাগ্রামে)’
খেয়াতির ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ইকো ফ্রেন্ডলি পাদুবিদ্রি ব্লু ফ্ল্যাগ সৈকতে। তিনি লেখেন, 'যখন আমি আমার স্বামীর সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলাম, আমার স্বামীই আমার বেশকিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন। ঠিক সেসময়ই এই দুই পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছে যান। (ছবিতে চিহ্নিত করে) পুলিশ জিগ্গেস করে আমি বিকিনি কেন পরেছি, এর জন্য কোনও অনুমতি নেওয়া হয়েছে কিনা? আমার স্বামী ওদের জানান, সৈকতে বিকিনি পরা বেআইনি কোনও কাজ নয়, আর এর জন্য অনুমতি নেওয়ারও প্রয়োজন হয় না।'
খেয়াতি আরও লেখেন, ‘ওই পুলিশ কর্মীরা তখন আমায় সৈকতে বসে থাকা কিছু সমাজবিরোধীদের দেখিয়ে বলেন, ওদের সমস্যা আছে বিকিনি নিয়ে, যদি আমি পোশাক না বদলাই, তাহলে ওরা আমায় মারবে। আমি হতাশ যে পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে নীতি পুলিশ হয়ে হাজির হয়েছিল। আমরা তখন বাধ্য হয়ে সৈকত ছেড়ে কটেজে ফিরে যাই। কটেজ থেকে আমরাও খেয়ার করেছি ওই পুলিশ কর্মীরা গুণ্ডাদের সঙ্গে যোগসাজশ করছিল। আমাকে নিরাপত্তার জন্য কটেজের ভিতরে ঢুকে যেতে বলা হয়।’
তবে খেয়াতি জানিয়েছেন, তাঁরা ভয় পেয়ে ভিতরে বসে থাকেননি, পরে সূর্যাস্তের সময় সৈকতে ফিরে এসে কিছুক্ষণ সময় কাটিয়েছি, নাচানাচি করেছি, তারপর অন্ধকার নামতে আবার কটেজে ফিরে গিয়েছি। আমি নিশ্চত এতে ওই গুণ্ডারা আরও চটে যাবে। পরে নিরাপত্তার জন্য ব্যাগপত্র গুছিয়ে আমরা ওই কটেজ ছেড়ে উদুপির অন্যত্র চলে যাই।'