সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্টে সম্প্রতি বিশেষ অতিথি হিসেবে বিচারক প্যানেলে হাজির ছিলেন রণবীর আল্লাহবাড়িয়া। সেখানেই তিনি এক প্রতিযোগীকে বাবা মায়ের সঙ্গম নিয়ে বেফাঁস প্রশ্ন করে বসেন। আর তার জেরেই উসকে গিয়েছে বিতর্ক। এদিন তাঁর বাড়িতে সেই বিষয়ে পুলিশ যায়। কিন্তু গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। তারপর?
কী ঘটেছে?
এদিন PTI এর তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এদিন মুম্বই এবং অসম পুলিশের টিম গিয়েছিল রণবীর আল্লাহবাড়িয়ার বাড়ি। কিন্তু গিয়ে দেখে সেখানে তালা ঝুলছে। এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে। এমনকি এদিন সেখানে গিয়ে Beerbiceps কে ফোন করা হলেও তাঁর ফোন সুইচ অফ বলে।
এক পুলিশ অফিসার এই বিষয়ে জানিয়েছেন, 'মুম্বই এবং অসম পুলিশের টিম এদিন রণবীর আল্লাহবাড়িয়ার ভার্সসোভার বাড়ি গিয়েছিল সকালে। কিন্তু দুটো টিমই এদিন বাড়ি বন্ধ দেখে ফিরে আসে খার স্টেশনে।' এরপর পুলিশের তরফে এও জানানো হয় গত বৃহস্পতিবার রণবীরকে তাঁরা খার স্টেশনে আসতে বলেছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু তিনি আসেননি। শুক্রবার আসার কথা জানিয়ে ফের শমন পাঠায় পুলিশ।
এদিন পুলিশের তরফে জানানো হয়, রণবীর আল্লাহবাড়িয়া নাকি তাঁদের অনুরোধ করেছেন যাতে তাঁর বয়ান তাঁর বাড়ি বসেই নেওয়া হয়। কিন্তু তাঁর সেই অনুরোধ পত্রপাঠ নাকচ করে দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন রণবীর আল্লাহবাড়িয়া সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় তাঁর নামে একাধিক FIR করার অভিযোগে।
আরও পড়ুন: কে প্রথম কাছে এসেছির পর ফের ছোট পর্দায় ফিরছেন মোহনা! নায়ককে কে?
কী ঘটিয়েছেন রণবীর আল্লাহবাড়িয়া?
সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে এসে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর আল্লাহবাড়িয়া। বাবা মায়ের যৌনতা নিয়ে প্রতিযোগীকে প্রশ্ন করার ক্লিপ আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা গড়িয়েছে মুম্বই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। শুধু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়ে, উল্টে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ। সেই ভাইরাল ভিডিয়োতে রণবীর আল্লাহবাড়িয়াকে এক প্রতিযোগীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনি কি আপনার বাবা মাকে আজীবন সেক্স করতে দেখবেন নাকি আপনিও তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করবেন?'