বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakshita Suresh: মালয়েশিয়াতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা কবলে ‘পোন্নিয়ান সেলভান ২’ গায়িকা! বরাত জোরে প্রাণে বাঁচলেন রক্ষিতা

Rakshita Suresh: মালয়েশিয়াতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা কবলে ‘পোন্নিয়ান সেলভান ২’ গায়িকা! বরাত জোরে প্রাণে বাঁচলেন রক্ষিতা

দুর্ঘটনার কবলে গায়িকা 

Rakshita Suresh Accident: ‘পোন্নিয়ান সেলভান ২’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন রিয়ালিটি টিভি স্টার রক্ষিতা সুরেশ। বিদেশে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন গায়িকা, এখন কেমন আছেন? 

সময়টা মোটে ভালো যাচ্ছে না টিম ‘পোন্নিয়ান সেলভান ২’-এর জন্য। ছবির লিড হিরো বিক্রম চলতি সপ্তাহেই গুরুতরভাবে আহত হন। নিজের আসন্ন ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে পাঁজরের হাড় ভাঙেন নায়ক। আর এবার দুর্ঘটনার কবলে পড়লেন ছবির গায়িকা রক্ষিতা সুরেশ (Rakshita Suresh)। এই মুহূর্তে মালয়েশিয়াতে রয়েছেন রক্ষিতা, সেখানে গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন গায়িকা। কীভাবে ঘটল এই ঘটনা? এখন কেমন আছেন রক্ষিতা-- সবরিছুই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন তিনি।

রক্ষিতা এবং তাঁর সহযাত্রীদের সকলেই প্রাণে বেঁচে গিয়েছেন, বাইরে থেকে যদিও চোট-আঘাত রয়েছে সকলেরই। ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে রক্ষিতা জানান, আজ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। সকালবেলা মালয়েশিয়া এয়ারপোর্টে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি এবং সেটি সঙ্গে সঙ্গে দুমড়ে-মুচড়ে যায়। গায়িকা লেখেন, ‘আমার গোটা জীবনটা ১০ সেকেন্ডের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে….তবে এয়ারব্যাগকে ধন্যবাদ, না হলে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। যা ঘটেছে তার জেরে এখনও কাঁপছি, আমি সত্যিই সৌভাগ্যবান যে ওইরকম পরিস্থিতি থেকে আমি, আমার ড্রাইভার, আমার সহযাত্রীরা প্রাণে বেঁচে ফিরেছি। আমাদের শরীরের বাইরে এবং ভিতরেও বেশকিছু চোটাঘাত রয়েছে, তবে সকলেই ঠিক আছি। কৃতজ্ঞ…. সৌভাগ্যবান বলেই বেঁচে আছি’।

‘পোন্নিয়ান সেলভান ২’ ছবির কন্নড় ভার্সনে ‘কিরুনাঙ্গে’ এবং ‘বীরা রাজা বীরা’ গান দুটি গেয়েছেন রক্ষিতা। রহমানের সুরে ‘পোন্নিয়ান সেলভান' ছবিতেও গান গেয়েছিলেন রক্ষিতা। ২০০৯ সালে রিয়ালিটি শো ‘লিটল স্টার সিঙ্গার’ জিতে খ্যাতির শীর্ষে উঠে আসেন রক্ষিতা, তারপর ২০১৫ সাল থেকে নিয়মিত প্লে-ব্যাক করছেন। ২৪ বছর বয়সী এই গায়িকা দক্ষিণী ছবির জগতের পরিচিত নাম। সুপার সিঙ্গার সিজন ৬-এর ফার্স্ট রানার-আপ রক্ষিতা। 

 

বন্ধ করুন