পূজা বন্দ্যোপাধ্যায়, দেব কা দেব মহাদেব থেকে অথৈ, সর্বত্র সমস্ত চরিত্রই তিনি ভীষণভাবে সাবলীল। তবে পেশাগত দিকে ভালো সময় কাটালেও ব্যক্তিগত জীবন একেবারেই সুখকর নয় অভিনেত্রীর। সম্প্রতি পূজা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী কুণাল ভার্মা কীভাবে কাছের বন্ধুর হাতে প্রতারিত হয়েছেন।
সম্প্রতি ইটাইমস্ কে দেওয়া একটি সাক্ষাৎকারে পূজা তাঁর জীবনে চলা কঠিন সময়ের কথা উল্লেখ করেন। তিনি জানান, একটি আর্থিক কেলেঙ্কারির শিকার হয়ে কীভাবে তিনি সমস্ত সঞ্চয় হারিয়েছেন। তবে এই কঠিন পরিস্থিতিতেও নিজের মন শক্ত করে রেখেছেন পূজা।
আরও পড়ুন: অরিন্দমের ছবিতে বড় চমক! অনিল বিশ্বাসের চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন কুণাল ঘোষ
আরও পড়ুন: 'রোজ একটা করে মিষ্টি...', সিরিয়াল নয়, এবার বাস্তব প্রেম কাহিনীর গল্প বললেন লীনা
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পূজা বলেন, ‘গত দু-তিন মাস আমাদের জন্য ভীষণ কঠিন কেটেছে। আমরা জানি না এরপর কি হবে? আমরা একটি প্রতারণামূলক আর্থিক কেলেঙ্কারির শিকার হয়েছে এবং প্রচুর অর্থ হারিয়েছি। আবার শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। তবে আমরা হাল ছাড়বো না।’
পূজা আরও বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চাই। আপাতত আমি শূন্য থেকেই শুরু করতে চাই। তবে এই ব্যাপারটা আমার স্বামীকে ভীষণভাবে প্রভাবিত করেছে। একজন মানুষকে গত ৩ বছর ধরে বিশ্বাস করার পরেও এই ঘটনা ঘটবে তা সত্যি বিশ্বাস করতে পারেননি কুণাল।’
আরও পড়ুন: ১০ মাসের সম্পর্ক শেষ, রঘু ডাকাতের শ্যুটিং শেষে কাকে বিদায় জানালেন দেব?
আরও পড়ুন: পর্দার মেয়ের সঙ্গে ছবি পোস্ট আরাত্রিকার, ‘লালপরী’কে ভালোবাসা জানালেন নেটিজেনরা
সবশেষে পূজা বলেন, ‘গত কয়েক মাস ভীষণ কান্নাকাটি করেছে কুণাল। তবে এই মুহূর্তে আমরা আপনাদের সকলের থেকে সমর্থন চাই, আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা পারবো। বিরিয়ানি থেকে চাল ডালে এসে পৌঁছেছি আমরা, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা নিজেদের এই আর্থিক সংকট কাটিয়ে উঠবো।’
প্রসঙ্গত, ২০২০ সালে কুণাল ভার্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পূজা। ২০২১ সালেই প্রথম সন্তানকে জন্ম দেন তিনি। কিছুদিন আগেই ‘অথৈ’ নামক একটি সিনেমায় একটি আইটেম ডান্স করতে দেখা যায় অভিনেত্রীকে।