ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কিছু বছর আগ। কেমন সম্পর্ক তাঁদের? পূজা বেদী জানালেন ‘তাঁরা বর্তমানে খুব ভালো বন্ধু’ এবং ‘একসঙ্গে পার্টি’ও করেন। পূজা ও ফারহানের দুই সন্তান, আলিয়া ও ওমর। পূজার সঙ্গে বিচ্ছেদের পর ফারহান বিয়ে করেন পূজারই ছোটবেলার বান্ধবী লায়লাকে। তাঁদের একটি সন্তানও আছে, জান। অন্য দিকে, পূজার এনগেজমেন্ট হয়ে গিয়েছে মানেক কনট্র্যাক্টরের সঙ্গে।
সম্প্রতি পূজা জানান, ‘আমার প্রাক্তন স্বামীর সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। ওঁ আমার ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছে। দুই সন্তানকে নিয়ে আমি ওঁদের বিয়েতে গিয়েছিলাম। ওঁদের একটি সন্তানও হয়েছে। আমি ওঁদের বাড়িতে যাই। ওঁরাও গোয়া আসে।’
পূজা মনে করেন কোনও সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে এই নয় যে তাঁর সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে হবে। পূজার কথায়, ‘তুমি ভালোবাসা ও সম্মানের সঙ্গে কোনও কিছু শেষ করতে পারো। কোনও সম্পর্ক শেষ হওয়া মানে এই নয় যে মানুষটা খারাপ ছিল। আমাকে ভালো সময় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। দুটো সন্তানের জন্য ধন্যবাদ। আমি মনে করি ভালো ও খুশি থাকার অধিকার সকলের রয়েছে।’
পূজা ও ফারহানের বিবাহবিচ্ছেদ হয় ২০০৩ সলে। বর্তমানে মানেক কনট্র্যাক্টরের সঙ্গে গোয়তে থাকেন অভিনেত্রী। এর আগেই পূজা জানিয়েছিলেন তাঁর দুই সন্তান আলিয়া ও ওমর তাঁকে সবসময় আবার বিয়ে করার কথা বলত, মানেকের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই। ‘দ্য লরেন্স স্কুলে’ একসঙ্গে পড়াশোনা করেছেন মানেক ও পূজা। এবং, রিউনিয়নে তাঁদের আবার সাক্ষাৎ হয়। ২০০৯ সালে হট এয়ার বেলুন রাইডের সময় পূজাকে বিয়ের প্রস্তাব দেন মানেক! সেই থেকে তাঁরা একসঙ্গেই আছেন।