নব্বইয়ের দশকের গোড়ার দিকে এক নামী ফিল্ম ম্যাগাজিনের কভার পেজ দেখে লজ্জায় চোখ ঢেকেছিল দেশবাসী। মেয়ের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা গিয়েছিল পরিচালক মহেশ ভাটকে। যাঁর ব্যক্তিগত জীবন বরাবরই দেখেছে চর্চায়। বিবাহিত মহেশের পারভিন বাবির সঙ্গে প্রেম বা পরবর্তীতে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই সোনি রাজদানকে বিয়ে। সবসময়ই কন্ট্রোভার্সির ফেভারিট চাইল্ড ‘সড়ক’ পরিচালক। আরও পড়ুন-আলিয়ার সৎ দিদির ব্যাঙ্কে মাত্র চার হাজার টাকা! চরম অর্থকষ্টে দিন কেটেছে পূজার
মহেশ ভাট ও পূজা ভাটের লিপ কিস-এর ছবি নিয়ে সেই সময় কম ছিছিকার হয়নি। ওই ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়ার বাবা যা বলেছিলেন তা আরও বিতর্কিত। মহেশ ভাটের কথায়,‘পূজা আমার মেয়ে না হলে আমি ওকেই বিয়ে করতাম’। মহেশ ভাট ও তাঁর প্রথম স্ত্রী কিরণের (লরেন ব্রাইট) মেয়ে পূজা। মহেশ ভাটের প্রথম সন্তান তিনি। আচমকাই সোশ্যাল মিডিয়ায় ফের চর্চায় বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ। কারণ এত বছর পর সেই বিতর্কিত চুমু নিয়ে মুখ খুলেছেন পূজা।
সিদ্ধার্থ কান্নন একান্ত আলাপচারিতায় আলিয়ার সৎ দিদির কাছে প্রশ্ন রাখেন, ওই চুমু নিয়ে তাঁর কোনও আফসোস রয়েছে কিনা। পূজা সপাট জানান, ‘একদম নেই, কারণ আমি খুব সহজভাবে সেটা দেখেছি। আর যা ঘটেছে সেটা ভুলভাবে পরিবেশন করা হয়েছে, তা ভুলভাবে ব্যাখা করা হয়েছে। আমার তো মনে আছে শাহরুখ খান আমাকে বলেছিল, যখন তোমার মেয়ে ছোট থাকে তারা অনেকসময় বাবা-মা’র কাছে আবদার কর বলে আমাকে চুমু খাও। এরপর এইভাবেই ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া হয়। আমি আজ এই বয়সে এসেও বাবার চোখে সেই দশ পাউন্ড ওজনের ছোট্ট মেয়েই রয়েছি। সেটা আজীবন এইরকমই থাকবে'।
পূজা আরও বলেন, ‘ওই যে মুহূর্তটা ফ্রেমবন্দি করা হয়েছিল, তা ছিল নিষ্পাপ। বাকি যার যা ভাবার তা ভাবতেই পারেন, যা পড়ার তা পড়তেই পারেন এর পরিণাম নিয়ে আমি ভাবিনি। আমি ওই ব্যাপারটা নিয়ে সাফাই দিতে বসিনি আজ, আর যারা বাবা-মেয়ের সম্পর্ককে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবার চেষ্টা করে তা সবকিছু করতে পারে। তারপর আমরা কথা বলি পারিবারিক আদর্শের, আজব ঘটনা!’
১৯৮৯ সালে ‘ড্যাডি’ ছবির মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন পূজা ভাট। যদিও তিনি লাইমলাইটে উঠে আসেন ‘দিল হ্য়ায় কে মানতা নেহি’ (১৯৯১) ছবিতে আমির খানের নায়িকা হিসাবে। তখন তাঁর বয়স সবে ১৯! এরপর নব্বইয়ের দশক জুড়ে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন, কিন্তু ৩০-এর গণ্ডি পার করার আগেই অভিনয় জগত থেকে সন্ন্যাস নেন। সম্প্রতি বিগ বস ওটিটি ২-এর মঞ্চে দেখা গিয়েছে মহেশ ভাটের বড় মেয়েকে। বিগ বস ওটিটি ২-এর ফাইনালিস্ট হন পূজা।